সমকালীন প্রতিবেদন : আইপিএল নিলামে অবিক্রিত ক্রিকেটারদের তালিকায় মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, কেএস ভরতের মতো আন্তর্জাতিক ক্রিকেটে হাত পাকানো ভারতীয় তারকাদের নাম রয়েছে। তবে চেন্নাই সুপার কিংস বরাবর অন্য পথে হাঁটে। যখন বাকিরা তরুণ রক্তের পিছনে দৌড়য়, উল্টো পথে হেঁটে সিএসকে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল গড়ে। আবার বাকিরা বড় নামের উপর আস্থা রাখলে চেন্নাইকে দেখা যায় আনকোরা ঘরোয়া ক্রিকেটারদের পরিণত করে তোলার কাজে মন দিতে।
সেই ট্র্যাডিশন বজায় রাখল চেন্নাই সুপার কিংস। তারা ক্যাপ্টেন রুতুরাজের বদলি হিসেবে দলে নিচ্ছে এমন এক ক্রিকেটারকে, যাঁর সবে মাত্র সিনিয়র ক্রিকেটে হাতখড়ি হয়েছে। যদিও ইতিমধ্যেই অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে যুব এশিয়া কাপে খেলেছেন তিনি। চেন্নাই নিজেদের স্কোয়াডে ঢুকিয়ে নিচ্ছে ১৭ বছরের আয়ুষ মাত্রেকে, মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে চমকে দেওয়া আবির্ভাব ঘটিয়েছেন যিনি।
সম্ভাবনা উঁকি দিচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হচ্ছে বলে খবর ক্রিকবাজের। উল্লেখ্য, মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি অভিষেকে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আয়ুষ মাত্রে। মুম্বইয়ের হয়ে প্রথমবার রঞ্জি ট্রফিতে মাঠে নেমেই দলকে জিতিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আয়ুষ।
পরে আয়ুষ বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের হয়ে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে কর্ণাটকের বিরুদ্ধে ৭৮ ও নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রানের অবিশ্বাস্য ২টি ইনিংস উপহার দেন। বোঝাই যাচ্ছে যে ঘরোয়া ক্রিকেটে কেমন বিধ্বংসী ফর্মে ছিলেন আয়ুষ।
মুম্বইয়ের ১৭ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার বিজয় হাজারে ট্রফির ৭ ম্যাচে ব্যাট করতে নেমে ৬৫.৪২ গড়ে মুম্বইয়ের হয়ে সব থেকে বেশি ৪৫৮ রান সংগ্রহ করেন। তিনি ২টি শতরান ও ১টি অর্ধশতরান করেন। ৫০ ওভারের ক্রিকেটে ১৩৫.৫০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন মাত্রে। তিনি টুর্নামেন্টে চার মারেন ৪৩টি এবং ছক্কা হাঁকান ২৩টি।
এদিকে মুম্বইয়ের হয়ে গত রঞ্জি ট্রফির ১৪টি ইনিংসে ব্যাট করতে নামেন আয়ুষ মাত্রে। তিনি ৩৩.৬৪ গড়ে সংগ্রহ করেন সাকুল্যে ৪৭১ রান। রঞ্জিতেও ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। আয়ুষের ৭৩.৮২-র স্ট্রাইক-রেট ছিল রীতিমতো নজরকাড়া। আয়ুষকে চলতি আইপিএলের মাঝপথেই ট্রায়ালে ডাকে চেন্নাই সুপার কিংস।
সেই থেকেই মুম্বইয়ের এই ক্রিকেটারের চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার সম্ভাবনা উঁকি দিতে শুরু করে। উল্লেখ্য, ৩০ লক্ষ টাকা বেস প্রাইসের আয়ুষ মাত্রে প্রাথমিকভাবে আইপিএল ২০২৫-এর মেগা নিলামে অবিক্রিত থাকেন। তবে এবার তাঁর ভাগ্যের দরজা খুলে দিল চেন্নাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন