Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

কোন কোন কারণে ঘরের মাঠে জয়ে ফিরল কেকেআর?

 

Why-did-KKR-return-to-victory?

সমকালীন প্রতিবেদন : চলতি আইপিএলে ঘরের মাঠে প্রথম জয়ের স্বাদ পেল অজিঙ্কা রাহানের দল। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮০ রানে হারিয়ে জয় ছিনিয়ে আনল তারা। মুম্বইয়ের কাছে হারের ধাক্কা ভুলে ফের আত্মবিশ্বাস ফিরে পেল কলকাতা। কীভাবে এল এই জয়? চলুন দেখে নেওয়া যাক নাইটদের জয়ের কয়েকটি কারণ।

কেকেআর-এর জয়ের মূল একটি কারণ হল, ভেঙ্কটেশ আয়ারের বিধ্বংসী ইনিংস। অনেকদিন ধরেই সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সেই ভেঙ্কটেশই যেন সমস্ত অভিযোগের উত্তর দিলেন ব্যাট হাতে। ২৯ বলে ৬০ রানের ইনিংস খেললেন। মন্থর উইকেটে তাঁর ইনিংসের উপর ভোট করেই জয়ে ফিরল নাইটরা। 

এছাড়াও, রাহানে এবং অঙ্গকৃষের ব্যাটিং নাইটদের জয়ে বড় ভূমিকা পালন করেছে। শুরুতেই ডি'কক ও নারিনের উইকেট হারিয়ে যখন চাপে কেকেআর, তখন দলের হাল ধরেন রাহানে ও অঙ্গকৃষ। ঠান্ডা মাথায়, অযথা ঝুঁকি না নিয়ে তাঁরা ৮১ রানের জুটি গড়ে তোলেন। অঙ্গকৃষের অর্ধশতরান ও রাহানের ৩৮ রান দলকে রক্ষা করে প্রথম ধাক্কা থেকে, তৈরি হয় জয়ের ভিত।

তবে হায়দ্রাবাদের ফিল্ডিং বিভ্রাটও কেকেআর-এর জয়ের অন্যতম কারণ। অঙ্গকৃষের ক্যাচ ফেলেছেন নীতীশ রেড্ডি। সহজ কিছু রান বাঁচাতে পারলেও, হায়দ্রাবাদের ফিল্ডারদের নিষ্ক্রিয়তায় তা সম্ভব হয়নি। কেকেআরের অতিরিক্ত রানের পেছনে বড় অবদান এই ত্রুটিপূর্ণ ফিল্ডিংয়ের। এছাড়াও, অরেঞ্জ ব্রিগেডের ব্যাটিং ব্যর্থতা এই ম্যাচে নাইটদের এগিয়ে দেয়। 

ইডেনের ম্যাচে হায়দ্রাবাদের সবচেয়ে ভয়ংকর জুটি হেড ও অভিষেককে কার্যত ছিন্নভিন্ন করে দেয় কেকেআরের বোলিং। দ্বিতীয় বলেই হেডকে আউট করেন হর্ষিত। পরের ওভারে অভিষেকও ফিরে যান। দুই ওপেনার ফিরে যেতেই হায়দ্রাবাদের ইনিংসে ভেঙে পড়ে আত্মবিশ্বাস।

পাওয়ার প্লে-তে নাইটরা আগুন বোলিং করে আবার একবার প্রমাণ করল, তাঁদের সামনে কোনও ব্যাটারই ভয়ঙ্কর নয়। কারণ, আইপিএলের অন্যতম মারকাটারি ব্যাটিং লাইনআপ হায়দ্রাবাদ। কিন্তু বৃহস্পতিবার ছয় ওভারে মাত্র ৩৩ রানে তাদের তিনটি উইকেট তুলে নেয় কেকেআর। 

হেড, অভিষেক, কিশন— তিনজনেই সাজঘরে ফেরেন পাওয়ার প্লে-র মধ্যেই। কামিন্দুর ক্যাচ ফেলেন রাসেল, না হলে আরও বড় ধাক্কা পেত হায়দ্রাবাদ। এককথায় ভেঙ্কটেশের ফর্মে ফেরা, অঙ্গকৃষের আত্মবিশ্বাস এবং রাহানের নেতৃত্ব— সব মিলিয়ে ইডেনে দেখা গেল এক কলকাতার জয়মাল্য। এখন দেখার, এই ফর্ম ধরে রাখতে পারে কিনা নাইটরা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন