Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

একটি শর্তে অবসরের সিদ্ধান্ত বদলাতে পারেন বিরাট কোহলি

 

Virat-Kohli

সমকালীন প্রতিবেদন : ওডিআই এবং টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে গেলেও গতবছর টি-২০ বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটকে ‘আলভিদা’ জানিয়েছেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মা এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে তিনিও আন্তর্জাতিক ক্রিকেটের টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে ফের অবসর ভেঙে টি-২০ ক্রিকেট খেলতে পারেন কিং কোহলি। সম্প্রতি তাঁর করা একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অবসর ভেঙে ফের ভারতীয় দলের জার্সি গায়ে টি-২০ ক্রিকেট খেলার কথা জানিয়েছেন বিরাট। তবে তার জন্য একটি বিশেষ শর্ত রেখেছেন তিনি। কোহলি জানিয়েছেন যে, ভারত যদি ২০২৮ সালের অলিম্পিক্সের ফাইনালে ওঠে, তাহলে তিনি অবসর ভেঙে ফের একটি টি-২০ ম্যাচ খেলতে মাঠে নামতে পারেন। আসলে ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, ২০২৮-এ টি-২০ ফরম্যাটে ফিরছে ক্রিকেট। 

যদিও কীভাবে এই টুর্নামেন্টের যোগ্যতা নির্ধারণ হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগেই ক্রীড়া জগতের সর্বোচ্চ এই ইভেন্টকে ঘিরে বড় মন্তব্য করলেন কোহলি। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, তিনি লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরতে চান কিনা? সেই প্রশ্নের জবাব খানিক হাসির ছলেই দিয়েছেন বিরাট। 

একপ্রকার রসিকতার সুরে বিরাট বললেন, “গোটা অলিম্পিকে খেলা? না না। তবে যদি আমরা সোনা জেতার ম্যাচে খেলি, তাহলে হয়তো একটা ম্যাচের জন্য আমি অবসর ভেঙে খেলে নিলাম। এবং মেডেলটা জিতে বাড়ি ফিরে এলাম।” পুরোটাই হয়েছে রসিকতার মোড়কে। ফলে বিরাটের এই বক্তব্য গুরুত্ব দিয়ে ভাবাটা বোকামি হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, বর্তমানে শুধুমাত্র টেস্ট এবং একদিনের ক্রিকেট খেলছেন কোহলি। ভবিষ্যতে অবসর নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি। এখনই টেস্ট বা ওয়ানডে থেকে অবসরের পরিকল্পনা নেই তাঁর। 

অবসর প্রসঙ্গে কোহলি বলেন, “চিন্তা করবেন না, আমি এখনই কোনো ঘোষণা করছি না। খেলা এখনও আমার রক্তে মিশে আছে, জয় পাওয়ার ক্ষুধা এখনও অনুভব করি। যতদিন উপভোগ করব, ততদিন খেলব।” টি-২০-কে বাদ দিলেও আপাতত বাকি দুই ফরম্যাটে খেলছেন। সেই সঙ্গে খেলছেন আইপিএল।  বিরাট-রোহিতদের অনুপস্থিতিতে ভারতের টি-২০ দল বেশ ভালো ফর্মে। তাই অদূর ভবিষ্যতে তাঁর প্রত্যাবর্তনের বিশেষ সম্ভাবনা নেই বললেই চলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন