সমকালীন প্রতিবেদন : আইপিএল এমন এক মঞ্চ যেখানে কোনও ক্রিকেটার ভালো খেললে তাঁকে নিয়ে আলোচনা হয় তুমুল। আর খেলতে না পারলে সমালোচনা হয় প্রচুর। এই যেমন হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে।
জেড্ডায় গত বছরের শেষে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামের পর থেকে ভেঙ্কটেশ আইয়ারের প্রাইস ট্যাগ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এখনও চলছে সেই বিষয়ে চর্চা। আইপিএল নিলামে ২৩.৭৫ কোটিতে কেকেআর দলে নিয়েছিল এই বা-হাঁতি ব্যাটারকে।
এই মরসুমে এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার। ৬ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। এবার তাঁর ছন্দে ফেরার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ ভেস্তে যাওয়ার পর মন্তব্য করেছেন তিনি।
অনিল কুম্বলে সম্প্রতি নাইট তারকাকে নিয়ে বলেছেন, 'এই ম্যাচে ওদের উচিত ছিল ভেঙ্কিকে আরও উপরের দিকে ব্যাটিং করতে নামানো। সুনীল নারিনের সঙ্গে ওপেন করা এবং পরে একজন ভারতীয় উইকেটকিপারকে নামানো।'
অনিল বলেছেন, 'ওরা রমনদীপকে বাদ দেওয়ার কথা ভাবছিল, সেটা না হয় ঠিক আছে। লভনীথ সিসোদিয়াকে দলে আনাতে পারত। ও খারাপ খেলোয়াড় নয়, ও উইকেটকিপিংও করতে পারে। এবং চেতন সাকারিয়ার পরিবর্তে অনরিখ নর্টজেকে খেলানো উচিত।’
কুম্বলে আরও বলেন, ‘পাওয়ার প্লে-তে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে অভ্যস্ত ভেঙ্কটেশ। ও টপ অর্ডারে খুব ভালো ব্যাট করে। অতীতে ও অনেক ভালো ইনিংস খেলেছে। দুবাইতে যখন কেকেআর খারাপ অবস্থায় ছিল, তখন ও এভাবেই কেকেআরকে প্লে অফে নিয়ে গিয়েছিল।’
এছাড়াও, ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার অনিল কুম্বলে চলতি আইপিএলে ভেঙ্কটেশ আইয়ারের ফর্মে বদল আনতে ব্যাটিং পজিশনে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের সহ-অধিনায়ক চলতি মরসুমে ব্যাট হাতে সেইভাবে ছন্দে নেই।
ছয় ইনিংসে ২২.৫০ গড়ে ১৩৯.১৭ স্ট্রাইক রেটে, ১৩৫ রান করেছেন। ভেঙ্কির ব্যাটে এই আইপিএলে ম্যাচ জেতানো ইনিংস কবে আসবে? সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। কেকেআরের তারকা নিজেও হয়তো ভাবছেন কীভাবে ছন্দে ফেরা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন