Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ছক্কা মেরে বৈভব শুরু করলেন নিজের বিধ্বংসী ইনিংস

 

Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সে আইপিএল খেলার নজির গড়ে ফেললেন বৈভব সূর্যবংশী। আইপিএলের মেগা অকশনে তাঁকে ১.১০ কোটিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তাঁকে কবে খেলানো হবে, এই নিয়ে জল্পনা ছিলই। যশস্বী জয়সওয়াল শুরুর দিকে রান পাচ্ছিলেন না। মনে করা হয়েছিল, খেলানো হতে পারে তাঁকে। 

যদিও রাজস্থান ধীরে সুস্থেই এগোতে চাইছিল। দীর্ঘ সময় ধরে রাজস্থান রয়্যালসের সঙ্গে প্রস্তুতি সেরে যাচ্ছিলেন বৈভব। অবশেষে আইপিএলে অভিষেক। ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের চোটে কপাল খুলল গত মাসেই ১৪ বছর হওয়া বৈভব সূর্যবংশীর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড ছিল বাংলার ক্রিকেটার প্রয়াস রায় বর্মণের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন প্রয়াস। অভিষেকে তাঁর বয়স ছিল ১৬ বছর ১৫৭ দিন। 

বৈভব সূর্যবংশী আইপিএল অভিষেক করলেন ১৪ বছর ২৩ দিন বয়সে। আর শুরুটাও হল ধামাকায়। আইপিএল কেরিয়ারের প্রথম ডেলিভারি। অফস্টাম্পের সামান্য বাইরের ডেলিভারি শার্দূল ঠাকুরের। কভারের উপর দিয়ে জায়ান্ট ছয়। সকলকেই যেন বার্তা দিলেন, আইপিএলের মঞ্চে খেলার জন্য কতটা প্রস্তুত ছিলেন তিনি। সেখানেই অবশ্য শেষ নয়। বরং বলা যায়, সবে শুরু। 

বেশ কিছু চোখ ধাঁধানো শট। যদিও অফস্পিনার এইডেন মার্কব়্যামের বোলিংয়ে থমকে গেল তাঁর ইনিংস। বলের লাইন মিস করেছিলেন ব্যাক লেগ হওয়ায়। দুর্দান্ত স্টাম্পিং করেন ঋষভ পন্থ। মাত্র ২০ বলে ৩৪ রানে শেষ তাঁর অভিষেক ইনিংস। দুটি বাউন্ডারি এবং ৩টি ছয় মেরেছেন বৈভব। এর আগে মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে সেঞ্চুরি করে সারা দেশে চাঞ্চল্য তৈরি করেছিলেন বৈভব। 

সেই ইনিংস তাঁকে কনিষ্ঠতম যুব ক্রিকেট সেঞ্চুরিয়ান হিসেবে পরিচিতি দেয়। এরপর ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের হয়ে ১৭৬ রান করেন, গড় ছিল ৪৪। এছাড়াও রয়েছে তাঁর নামের পাশে একটি অপরাজিত ৩৩২ রানের ট্রিপল সেঞ্চুরি, যা আসে বিহারের রণধীর বর্মা অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে। 

ক্রিকেট বিশ্বের চোখ এখন এই বিস্ময় বালকের দিকেই। আইপিএলে একটি নতুন তারকার উত্থান প্রত্যক্ষ করল ক্রিকেটপ্রেমীরা। ভবিষ্যতের ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য ভরসা হয়ে উঠছেন বৈভব সুর্যবংশী। বয়স মাত্র ১৪, সামনে পড়ে রয়েছে বিস্তীর্ণ পথ। কিন্তু শুরুটা যে ইতিহাস গড়েই করলেন, তা বলাই বাহুল্য।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন