সমকালীন প্রতিবেদন : মেগা নিলামে তাঁকে ৭৫ লক্ষ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও আইপিএল শুরু হওয়ার এক সপ্তাহ আগে চোটের জন্য ছিটকে যেতে হয় উমরান মালিককে। তাঁর জায়গায় যোগ দেন চেতন সাকারিয়া। তবে আইপিএল যখন মধ্যগগনে, তখনই কাশ্মীরের এই তারকা পেসার ফিরে এসেছেন নাইট শিবিরে।
উমরানের যোগ দেওয়ার কথা সমাজমাধ্যমে জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। আপাতত আইপিএলে শেষ চারটি ম্যাচের তিনটিতে হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে দলে যোগ দিলেন উমরান মালিক। কাশ্মীরের জোরে বোলারকে অজিঙ্কা রাহানেরা পেলেও আইপিএলে খেলানো হবে না তাঁকে।
জানা গিয়েছে, একদিন আগেই চাপে থাকা নাইট রাইডার্স শিবিরে যোগ দেন গতিতারকা উমরান। তাতে অবশ্য রাহানেদের বোলিং শক্তি বৃদ্ধি পাবে না। কারণ, কাশ্মীরের এই জোরে বোলার আইপিএলে খেলতে পারবেন না।
তাঁর খেলতে না পারার সঙ্গে অবশ্য পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কোনও সম্পর্ক নেই। প্রতিযোগিতার শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গেই থাকবেন। চোটের জন্য আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন উমরান। তাঁর পরিবর্ত হিসাবে কেকেআর দলে নিয়েছে চেতন সাকারিয়াকে।
নেট বোলার হিসাবে রাহানেদের অনুশীলনে সাহায্য করতে এসেছিলেন সাকারিয়া। আইপিএলের মধ্যে উমরানের ফিট হওয়ার সম্ভাবনা নেই বুঝে সাকারিয়াকে নথিভুক্ত করিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। সদ্য চোটমুক্ত উমরান রিহ্যাব করবেন কেকেআর শিবিরে।
নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণ এবং অন্য সাপোর্ট স্টাফেরা ম্যাচ ফিট করে তুলবেন ২৫ বছরের এই জোরে বোলারকে। তাঁদের নির্দেশমতো ট্রেনিং, অনুশীলন করবেন উমরান। উমরানকে সেরা ফর্মে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।
দেশের হয়ে ১০টি একদিনের ম্যাচ এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে উমরানের। তবে এটা নিশ্চিত যে, এই সিজনে নাইটদের জার্সি গায়ে বাইশ গজে আগুন জ্বালাতে দেখা যাবেনা এই কাশ্মীরি গতিতারকাকে। তবে আগামী সিজনে যদি নাইটরা তাঁকে ধরে রাখে, তাহলে নিজের গতি দিয়ে ফের একবার নাইটদের চ্যাম্পিয়ন হওয়ার পথ সুগম করে দিতে পারেন উমরান মালিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন