সমকালীন প্রতিবেদন : স্কুল সার্ভিস কমিশনের অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের উপর স্থগিতার দেশ দিল সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তা এদিন খারিজ করে দিল শীর্ষ আদালত। ফলে স্বস্তি মিললো রাজ্য মন্ত্রিসভার।
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় ছয় হাজার অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর। সেই সময় মন্ত্রিসভার অনুমোদনক্রমে সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত আইন সংগত নয় বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক সময় জানায়। এই বিষয়ে আদালত নির্দেশ দেয়, প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্ত মন্ত্রিসভার সদস্যদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
এরপরই এই বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছায়। সেখানে আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ ঘোষণা করে যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তার উপর স্থগিতাদেশ জারি করা হলো। ফলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানা যাবে তা আপাতত অনিশ্চিত হয়ে পড়ল। তবে এটা নিশ্চিত হলো যে সুপ্রিম কোর্টের এদিনের বক্তব্যে স্বস্তি ফিরলো রাজ্য মন্ত্রিসভায়।
এই বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টিভঙ্গি, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য প্রায় ছয় হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরিতে স্কুল সার্ভিস কমিশন রাজ্য মন্ত্রিসভার প্রয়োজনীয় পরামর্শ নিয়েছিল। তৎকালীন রাজ্যপাল এ ব্যাপারে অনুমোদন দেন। তাই এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নিচ্ছে না সুপ্রিম কোর্ট। আর সেই কারণে এব্যাপারে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।
উল্লেখ্য, এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের পর হাইকোর্ট সেই সময় জানিয়েছিল, অতিরিক্ত শূন্যপদ গঠনের এই সিদ্ধান্ত সঠিক ছিল না।সেই কারণে যে মন্ত্রীসভার সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রয়োজনের সিবিআই তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করতে পারবে। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও হাইকোর্টের এই নির্দেশের উপর সেই সময়ই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন