Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

সুনীল নারিনকে দেখেই অনুপ্রাণিত হন মিস্ট্রি স্পিনার দিগ্বেশ সিং রাঠি

 

Spinner-Digwesh-Singh-Rathi

সমকালীন প্রতিবেদন : আইপিএলের মঞ্চ প্রচুর তারকার জন্ম দেয়। যে নবাগতরা ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে পা রাখেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাঁদের যেন লালন-পালন করে। সেই যে একবার বীজ বোনা হয়, টুর্নামেন্ট চলাকালীন তা ধীরে ধীরে চারাগাছে পরিণত হয়। ১৮তম আইপিএল পরতে পরতে চমক দেখাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের নতুন আবিষ্কার বছর ২৪-এর বিগ্নেশ পুথুর যেমন আইপিএলে হইচই ফেলেছেন। 

তাঁর পাশাপাশি আলোচনা শুরু হয়েছে লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার দিগ্বেশ সিংকে নিয়ে। দিল্লির সঙ্গে বিশেষ যোগ রয়েছে দিগ্বেশের। আইপিএলে অভিষেক হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কে এই লখনউয়ের নতুন প্রতিভা? বছর ২৫ এর দিগ্বেশ ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলে নজর কেড়েছেন। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ৩০ লক্ষ টাকা দিয়ে দিগ্বেশকে কেনে লখনউ সুপার জায়ান্টস। 

সহজে তিনি আইপিএলের মঞ্চে পারফর্ম করার সুযোগ পাননি। গত বছরের দিল্লি প্রিমিয়ার লিগে নজর কাড়েন তিনি। ১০টি ম্যাচে তিনি ১৪টি উইকেট নেন। টুর্নামেন্টের পঞ্চম সর্বাধিক উইকেটশিকারী বোলার হন তিনি। আয়ুষ বাদোনির নেতৃত্বে ডিপিএলে দিল্লি সুপারস্টারের জার্সিতে খেলেছেন দিগ্বেশ। সেই আয়ুষকে তিনি লখনউতে পাচ্ছেন সতীর্থ হিসেবে। দিগ্বেশ ইংরেজি জানেন না। 

ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক ইয়ান বিশপ তাঁকে প্রশ্ন করলে তাঁর হয়ে দোভাষীর কাজ করেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। অধিনায়কের মাধ্যমেই দিগ্বেশ জানান যে, কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার সুনীল নারিনকে দেখে তাঁর বোলিং শুরু। দোভাষী পন্থের মাধ্যমে দিগ্বেশ বলেন, 'আমি এই পুরস্কার সত্যিই উপভোগ করছি। আমি উইকেট তুলতে পছন্দ করি। আমি সুনীল নারিনকে বল করতে দেখেছি, আর তা দেখেই বোলিং শুরু করি। আমি আরও আগ্রাসী বোলিং করতে চাই। নারিনের মতো হতে চাই। চাপের মুখেও যেভাবে শান্ত সংযত থাকেন নারিন, সেটা শিখতে চাই।' 

যখন দিল্লির বিরুদ্ধে লখনউয়ের একাদশে দিগ্বেশের নাম সকলের নজরে পড়ে, সেই সময় অনেকেই ভাবেননি, বল হাতে দাগ কাটতে তিনি সফল হবেন। মুখে বলে নয়, সমস্ত ভাবনায় পারফরম্যান্স দিয়ে কার্যত জল ঢেলেছেন। এই মরসুমে বাকি ম্যাচগুলিতে তাই দিগ্বেশের দিকে বাড়তি নজর থাকবে। কে বলতে পারে, এই দিগ্বেশ আইপিএলের দিকই হয়তো ঘুরিয়ে দিতে পারে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন