Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

৮ ম্যাচে মাত্র ৫৫ রান, তারপরেও রাসেলের দোষ ঢাকতে মরিয়া নাইট কোচ

 

Russell-fault

সমকালীন প্রতিবেদন : আট ম্যাচে তিনি করেছেন মাত্র ৫৫ রান। ম্যাচ শেষ করে আসার যে দক্ষতা ছিল, তা অনেক দিন ধরে দেখা যাচ্ছে না। ইদানীং বার বার স্পিনারের বলে আউট হচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, হাতে রভমান পাওয়েলের মতো বিকল্প থাকা সত্ত্বেও তাঁকে খেলিয়ে যাওয়ার অর্থ কী? তবু আন্দ্রে রাসেলের ব্যর্থতা দেখতে রাজি নয় কেকেআর। 

গুজরাতের কাছে হারের পর রাসেলের ব্যর্থতা ঢাকতে নেমে পড়লেন দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো। তিনি বাকিদের ‘দায়িত্ব’ নিতে বলছেন। এবারের আইপিএলে একটা বিষয় স্পষ্ট। রাসেলের দুর্বলতা ধরে ফেলেছে প্রতিপক্ষ। ক্যারিবিয়ান তারকা নামলেই নিয়ে আসা হচ্ছে লেগ স্পিনার। প্রথম ম্যাচে যেমন সুয়াশ শর্মা, এই ম্যাচে তেমন রশিদ খান। গুগলিতেই বেসামাল হয়ে গেলেন রাসেল। 

ম্যাচ শেষে টাইটান স্পিনার সাই কিশোরও শুনিয়ে গেলেন, “আমাদের পরিকল্পনাই ছিল রাসেলকে আউট করার। তাই ওকে বল করার ক্ষেত্রে সাহস দেখিয়েছি। রান আটকানোর পথে যাইনি।” সেখানে রশিদদের ঘূর্ণি সামলানোর জন্য কি কোনও পরিকল্পনা ছিল না রাসেলের? থিঙ্ক ট্যাঙ্কও কি কিছু বলেনি তাঁকে? এদিন রশিদের গুগলির সামনে একেবারেই অসহায় দেখিয়েছে রাসেলকে। বিশেষত যে বলটায় স্টাম্পড হলেন, তার লাইনই ধরতে পারেননি তিনি।

নাইট সমর্থককুলে ‘রাসেল হঠাও’ সুর বাজলেও মেন্টর ডোয়েন ব্র্যাভো এদিন প্রাক্তন সতীর্থকে কিছুটা আড়ালই করে গেলেন। রাসেল আপাতত ফর্মে নেই মেনেও ম্যাচ শেষে ব্র্যাভো বললেন, ‘রাসেল যখন নেমেছে, তখন আস্কিং রেট ১৪-১৫ হয়ে গিয়েছে। ওর সেসময় চালানো ছাড়া আর কোনও পথ ছিল না।' 

নাইট মেন্টর বরং কাঠগড়ায় তুলে দিলেন ভেঙ্কটেশ আইয়ারদের। স্পষ্টই বললেন, 'টপ অর্ডারকে আরও দায়িত্ব নিতে হবে। আমাদের প্রতিপক্ষ ব্যাটিংয়ের শুরুটা বেশ ভালো করেছে। ওদের প্রথম তিন ব্যাটারই রান পেয়েছে। সেখানে আমাদের একা রাহানে ছাড়া কেউ সেই কাজটা করতে পারেনি। শুরুর দিকে আরও ভালো ব্যাট করতে হবে। যাতে ফিনিশারদের কাজটা সহজ হয়ে যায়।'

যে টপ অর্ডারকে ব্র‍্যাভো দুষছেন, এদিন হঠাৎ করেই বদল এল তাতে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে অঙ্গকৃশ রঘুবংশী ভালোই খেলেছিলেন। হঠাৎ করেই ন’নম্বরে ঠেলে দেওয়া হল তাঁকে। তাতেও সাফাই গেয়েছেন ব্রাভো। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গোটা নাইট ব্যাটিং লাইন আপে একা অঙ্গকৃশ ছাড়া কারও স্ট্রাইক রেটই দেড়শো পার করেনি। দু’শো রান তাড়ার ক্ষেত্রে যার অভাবই ভোগাল নাইটদের। একইসঙ্গে রয়ে গেল রাসেলের সমস্যাও। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন