Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নাইট শিবিরে অবদানস্বরূপ নতুন খেতাব পেলেন রিঙ্কু সিং

 

Rinku-Singh

সমকালীন প্রতিবেদন : ২০১৮ থেকে ২০২৫- নাইট শিবিরে সাত বছর কাটিয়ে ফেললেন ভারতের তরুণ তুর্কি রিঙ্কু সিং। এর মাঝেই ঘটেছে তাঁর উত্থান, জায়গা পেয়েছেন জাতীয় দলেও। মাঝের সাত বছরে রিঙ্কুর জীবনের মোড় ঘুরে গিয়েছে। কিন্তু তার আগে সবটা ছিল অন্যরকম। আসলে ২০১৭ সালে পঞ্জাব কিংস প্রথমবার রিঙ্কুকে আইপিএল নিলামে কিনেছিল। তবে কেকেআরের হয়েই তিনি প্রথমবার আইপিএলে মাঠে নামার সুযোগ পান। 

২০১৮ সালে ৮০ লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে কিনেছিল কেকেআর। শুরুর দিকে সেভাবে তাঁকে খেলানো হতো না। শুধু ফিল্ডিং করতেন তিনি। সেখানেও নজর কাড়তেন। দলের প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল দেখার মতো। ২০২৩ সাল থেকে নিয়মিত সুযোগ পেতে শুরু করেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জেতানোর পর আরও বেশি করে দলে জায়গা পেতে শুরু করেন। ভারতীয় দলেও জায়গা করে নেন। 

এবারের আইপিএলের নিলামের আগে ১৩ কোটি টাকা দিয়ে রিঙ্কুকে ধরে রাখে কেকেআর। রিঙ্কু সিংয়ের উত্থান কিন্তু আইপিএল থেকেই। আজ সেই রিঙ্কুই আইপিএলে কেকেআরের জার্সিতে নিজের ৫০তম ম্যাচ খেলে ফেলেছেন। আর কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে এক বিশেষ সম্মানও পেলেন কেকেআর তারকা রিঙ্কু সিং। 

ইডেনে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই রিঙ্কুর হাতে এক বিশেষ জার্সি তুলে দেন দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। তাঁর ৫০তম ম্যাচ সেলিব্রেট করতে রিঙ্কুর হাতে তুলে দেওয়া জার্সির পিছনে ছিল ৫০ নম্বর। স্বাভাবিকভাবেই দলের তরফে এই বিশেষ উপহার পেয়ে রিঙ্কুকে বেশ হাসিখুশি দেখায়। 

এখানেই কিন্তু শেষ নয়, রিঙ্কু এক বিশেষ সম্মানও পেলেন এই ম্যাচের আগে। লর্ডসের মতো ইডেনেও বেশ কিছুদিন হল এক বড় ঘণ্টা বসানো হয়েছে। সেই ঘণ্টা বাজিয়েই ম্যাচ শুরুর ঘোষণা করা হয়। বিশিষ্ট ক্রিকেটাররা এই সুযোগ পান। ব্রায়ান লারা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিরা এই ঘণ্টা বাজিয়েছেন। এবার সেই সুযোগ পেলেন রিঙ্কু সিংও। 

তবে রিঙ্কু অবশ্য একা নন, তাঁর সঙ্গে সানরাইজার্সের বোলিং কোচ তথা কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিধরনও একইসঙ্গে এই ঘণ্টা বাজান। উল্লেখ্য, গত মরশুমে কেকেআর চ্যাম্পিয়ন হলেও, রিঙ্কু ব্যাট হাতে তেমন প্রভাব ফেলতে পারেননি। তিনি খুব বেশি বল খেলার সুযোগও পাননি অবশ্য। এই মরশুমেও তাঁর শুরুটা ভাল হয়নি। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচে যে মরিয়া হয়েই মাঠে নামবেন রিঙ্কু, তা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে।  





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন