Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ফ্রিজের কম্প্রেসার ফেটে যাওয়ার হাত থেকে কিভাবে রেহাই পাবেন?

 ‌

Refrigerator-compressor-burst

সমকালীন প্রতিবেদন : ফ্রিজ চালানোর সময় এই ছোট্ট ভুলটা একদম নয়! হবে বড়সড় বিপদ, ফ্রিজ ফাটবে বোমের মতো! কোন কোন লক্ষণ দেখে আগেভাগেই সাবধান হবেন? কম্প্রেসার ফেটে মৃত্যুর ঘটনা এক নয়, একাধিক। তারপরেও কেন রোখা যাচ্ছে না দুর্ঘটনা? ফ্রিজ ব্লাস্ট করার লক্ষণ দেখা দিলে দ্রুত করণীয় কী? সবটা থাকবে আজকের এই প্রতিবেদনে। 

গরমে ফ্রিজ ছাড়া চলে না। জল ঠান্ডা করতে এবং গরমে খাবার নষ্ট হওয়া থেকে বাঁচাতে ফ্রিজ এখন ঘরে ঘরে। ব্যবহার তো করছেন কিন্তু যথোপযুক্ত যত্ন কি নিচ্ছেন আপনার ফ্রিজের? মনে রাখবেন প্রপার মেইন্টানেন্স না হলে বা যত্ন না নিলে শুধু বিপদ হতে পারে তাই নয়, কম্প্রেসার ফেটে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সেক্ষেত্রে প্রথমেই জানা দরকার কম্প্রেসার আসলে কি? 

কম্প্রেসার হলো ফ্রিজের হৃৎপিণ্ড। এটাই কিন্তু ফ্রিজকে ঠান্ডা রাখে। কিন্তু কিছু ভুল হলে তখন কম্প্রেসার অতিরিক্ত গরম হয়। আর তারপরেই করে ব্লাস্ট। এরকম দুর্ঘটনা ঘটলে গোটা বাড়িতে আগুন লেগে যেতে পারে। তাই আগেই বলবো, খুব সাবধান! প্রথমত ফ্রিজ কিনে ব্যবহার করার সময় কয়েকটা জিনিসের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। 

যেমন ধরুন হঠাৎ আপনার বাড়ির ফ্রিজটা শব্দ করতে শুরু করবে। ঠান্ডা হতে চাইবে না। আর একটা জিনিস মনে রাখবেন, যখন রেফ্রিজারেটর ঠিকভাবে কাজ করে, তখন কম্প্রেসার থেকে একটা হালকা আওয়াজ বের হয়। কিন্তু যদি আপনার ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ না করে, তাহলে সেই আওয়াজ অনেকটাই বেড়ে যাবে। 

তাছাড়া, বিস্ফোরণের আগে রেফ্রিজারেটরের পিছনের দিকটা খুব গরম হয়ে যায়। এই কারণে, ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ করতে পারে না। আসলে এগুলোই কিন্তু লক্ষণ। এরপরই হয়তো ফ্রিজে হঠাৎ আগুন লেগে যায় বা ফ্রিজটা আচমকাই ব্লাস্ট করে যায়। তাই লক্ষণগুলোকে ছোটখাটো বিষয় ভেবে মোটেও এড়িয়ে যাবেন না। বরং মনে রাখবেন, ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইনের কারণেও কিন্তু ফ্রিজে বিস্ফোরণ ঘটে। 

ফ্রিজের সকেট ঢিলা হলে তা থেকেও বিস্ফোরণের শঙ্কা তৈরি হয়। ফ্রিজ চালুর ক্ষেত্রে বিদ্যুতের সংযোগ যদি ডিরেক্ট না হয়ে, মাল্টি প্লাগের মাধ্যমে থাকে, তা থেকেও ফ্রিজ ব্লাস্ট করতে পারে। এছাড়াও রয়েছে ফ্রিজ ব্লাস্ট করার একাধিক কারণ। যেমন, ফ্রিজের পেছনে যেখানে কম্প্রেসার থাকে, সেটাতে নোংরা জমলেও বিস্ফোরণ হতে পারে। 

কম্প্রেসারের দূরত্ব দেওয়াল থেকে খুব বেশি না হলেও এই শঙ্কা বাড়ে। ফ্রিজের খুব কাছে আশেপাশে অন্য আসবাবপত্র বেশি রাখলে কিংবা স্টিলের কোনো আসবাবপত্র রাখলেও এই সমস্যা তৈরি হতে পারে। আর হ্যাঁ, ভুলেও ফ্রিজের ওপরে কোনো ভারী জিনিস রাখবেন না। সূর্যের রোদ আসে এমন জায়গায় কিংবা রান্নাঘরের তাপ ফ্রিজের আশপাশে এলেও বিস্ফোরণের ঝুঁকি বাড়তে শুরু করে।

এবার মনে করুন আপনি বুঝতে পারলেন আপনার বাড়ির ফ্রিজ বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ আপনি কি স্টেপ নেবেন? সেটাও তো জেনে রাখা দরকার। দেখুন, যদি বুঝতে পারেন ফ্রিজটা গরম হয়ে যাচ্ছে, এমনকি ঠান্ডা হতেও চাইছে না। তখন প্রথমেই ফ্রিজটা বন্ধ করে দিন। যাতে কোনওরকম বিদ্যুৎ সংযোগ তাতে না থাকে। তারপরে ধীরে ধীরে ফ্রিজটা যখন বাইরে থেকেই ঠান্ডা হয়ে যাবে, তখন কোনও বিশেষজ্ঞ বা টেকনিশিয়ানকে ডেকে পরীক্ষা করিয়ে নেবেন।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন