Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

রাহানের ভুলেই কি ফের হেরে গেল কেকেআর?

 

Reasons-for-KKR-loss

সমকালীন প্রতিবেদন : ‌ক্রিকেটের নন্দনকাননে সমর্থকদের ফের হতাশ করল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে ৪ রানে লখনউ সুপার জায়ান্টসের কাছে হার মানলেন অজিঙ্কা রাহানের কেকেআর। ২৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেও ২৩৪ রানে থেমে গেল নাইটদের ইনিংস। কিন্তু কেন এই ম্যাচে হারল কেকেআর? খুঁজে দেখা যাক এর কিছু কারণ।  

নাইট শিবিরে বোলিং পরিকল্পনার বেশ অভাব দেখা গিয়েছে এই ম্যাচে। ইডেনে কেকেআরের বোলিং ইউনিট এই ম্যাচে একেবারেই ছন্দে ছিল না। হর্ষিত রানা, স্পেনসার জনসন, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন—কেউই লখনউয়ের ব্যাটারদের রুখে দিতে পারেননি। মার্শ এবং পুরান যেভাবে আগ্রাসী ব্যাটিং করেন, তাতে পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে যায় কেকেআরের বোলিং লাইনআপ। এই জুটি ৩০ বলে করে ৭১ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এছাড়াও, ফের অধিনায়কত্বে অদূরদর্শিতা ভোগাল নাইট শিবিরকে। ইতিমধ্যে অজিঙ্কা রাহানের নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। স্ট্রাইক বোলাররা যখন নিয়মিত মার খাচ্ছেন, তখন অভিজ্ঞ আন্দ্রে রাসেলকে বল হাতে আনতে তিনি দেরি করেন। এছাড়াও, বেঙ্কটেশ আয়ার ও রমনদীপ সিংয়ের মতো পার্ট-টাইম বোলারদের ব্যবহারে অনীহা, রাহানের কৌশলের দুর্বলতাই প্রকাশ করে। 

তাছাড়া, তাঁর উইকেট পতন ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। দলকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলেন তিনি। ৩৫ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলে ফেলেন একটি সাধারণ বলে, শার্দূল ঠাকুরের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে কভার ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দেন। তাঁর আউটের পরই ম্যাচ ফের লখনউয়ের দখলে চলে যায়। 

শেষ দিকে রিঙ্কু সিং চেষ্টা করেছিলেন‌। কিন্তু ১৫ বলে ৩৮ রান করেও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি তিনি। তাই মিডল অর্ডারের এই ভেঙে পড়া ছিল হার টেনে আনার আর এক প্রধান কারণ। এছাড়াও, লখনউয়ের ডেথ ওভারে চমকপ্রদ বোলিং তাঁদের ম্যাচ জয়ের অন্যতম কারণ। 

শেষ পাঁচ ওভারে অসাধারণ বোলিং করেন লখনউয়ের পেসার ও স্পিনাররা। আকাশ দীপ, শার্দূল, রাঠী, আবেশ ও বিশ্নোই প্রত্যেকে তাঁদের নির্ধারিত ওভারগুলোয় রান আটকে দেন এবং উইকেটও তুলে নেন। বিশেষ করে ১৬ থেকে ১৮ ওভারে রান আটকে দিয়ে ম্যাচে পেন চাপিয়ে দেন পন্থরা। 

সঠিক সময়ে বোলার পরিবর্তন করে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেন লখনউ অধিনায়ক। এই হার কেকেআরের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা। পরবর্তী ম্যাচগুলোর আগে নেতৃত্ব এবং বোলিং পরিকল্পনায় পরিবর্তন না আনলে টুর্নামেন্টে এগিয়ে যাওয়া কঠিন হয়ে উঠবে তাদের জন্য।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন