Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

রামনবমীর ক্ষেত্রে যে যে আচার জীবনে ভালো ফল আনতে পারে

 ‌

Ram-Nabami

সমকালীন প্রতিবেদন : চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রাম নবমী পালন করা হয়। এই তিথি ‌আজ, ৫ এপ্রিল রাত ৭টা বেজে ২৭ মিনিটে শুরু হবে। পরের দিন ৬ এপ্রিল সন্ধ্যে ৭টা বেজে ২৪ মিনিট পর্যন্ত চলবে। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, মনে করছেন জ্যোতিষীদের একাংশ। তাঁদের মতে– 

১)এই দিন সোনাকে না শুভ বলে মনে করা হয়। 

২) রাম নবমীর দিন রামের পুজোও করা হয়। অন্ন এবং ধন পাওয়ার আশায় অনেকে এইদিন ভগবান রামের পুজো করেন।

৩) শুধু তাই নয়, এই সময় ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করাও শুভ বলে মনে করা হয়।

৪) আবার রাম নবমীর দিন করার মতো এমন বেশ কিছু টোটকা রয়েছে, যার ফলে আপনি আপনার মনস্কামনাও পূরণ করতে পারেন। যেমন, রামনবমীর দিন সকালে স্নান করে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন। এতে আপনার মনস্কামনা পূরণ হবে। 

৫) এইদিন রাম, সীতা এবং হনুমানজী একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন এবং তাতে কমলা রঙের সিঁদুর ও লাল বা কমলা রঙের ওড়না অর্পণ করুন। যদি বাড়িতে সম্ভব না হয় তা হলে কোনও মন্দিরে গিয়েও এই কাজটি করতে পারেন।

৬) আর রামনবমীর দিন ভুলেও লাল নয়, কমলা রঙের সিঁদুর দান করতে হবে।

৭) কয়েকটা কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন। তার পর সেগুলো অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধ্যাবেলা চুপচাপ রেখে আসুন। রাখার পর পিছন ফিরে আর দেখবেন না। 

৮) রাম নবমীর দিন রাম মন্দিরে সওয়া কিলো ছোলার ডাল এবং গুড় দানও করতে পারেন। এর ফলে জীবনে সফলতা মিলবে।

৯) রামনবমীতে একটি পিতলের থালায় মাটির ন’টি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে জ্বেলে রাখুন। যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে না নিভে যায়, ততক্ষণ জ্বলতে দিন। এর ফলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায়।

১০) পাশাপাশি এই বিশেষ দিনটাতে ১০৮টি পৃষ্ঠার উপর 'শ্রী রাম' লিখে তার মালা বানিয়ে ভগবান রামের উদ্দেশে অর্পণ করুন।

১১) এই দিন অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়ান।

১২) ১১টি অশ্বত্থ পাতা ভাল করে গঙ্গাজলে ধুয়ে পাতার ওপর সিঁদুর দিয়ে ‘শ্রীরাম’ লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করুন।

প্রসঙ্গত উল্লেখ্য, রামনবমী অত্যন্ত পবিত্র একটি তিথি। এই উৎসব দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়। এই দিন পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মদিবস। সব উৎসবেরই একটি বিশেষ মাহাত্ম্য থাকে। সেই তিথি অনুযায়ী যদি কিছু নিয়ম আচার পালন করা যায়, তা হলে যেমন জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ঠিক তেমনই রামনবমীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন