সমকালীন প্রতিবেদন : ফের সংবাদের শিরোনামে বনগাঁ দক্ষিনের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে পুজো, মিছিল। আর সেই মিছিলে অনেক বিজেপি নেতা, কর্মীকে অস্ত্র হাতে অংশ নিতে দেখা যাচ্ছে। রবিবার একই চেহারায় দেখা গেল বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে।
রামনবমী উপলক্ষে বনগাঁর বাটা মোড়ে রামের পুজোর আয়োজন করা হয়েছে। এদিন সেই পুজোস্থল থেকে শুরু হল মিছিল। অংশ নেন রামভক্ত বিজেপি নেতা, কর্মীরা। আর সেই মিছিলেই অস্ত্র হাতে আস্ফালন করতে দেখা গেল বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে।
পুজোস্থল থেকে কখনো তিনি হাতে তুলে নিলেন গদা, আবার কখনো তলোয়ার। একই চেহরায় দেখা গেল বিধায়কের পাশে থাকা পুরুষ এবং মহিলা বিজেপি নেতা, কর্মীদের। মিছিল এদিন বনগাঁ শহর পরিক্রমা করে। আর এই মিছিলকে ঘিরে যাদে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারজন্য পুলিশি ব্যবস্থা ছিল জোরদার।
এই বিষয়ে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বক্তব্য, সনাতনীদের ঐতিহ্য এই অস্ত্র। তাই তিনি হাতে অস্ত্র তুলে নিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে সনাতনীদের উপর আক্রমণ চালাচ্ছে মৌলবাদীরা, তাতে নিজেদের নিরাপত্তার স্বার্থেই অস্ত্র হাতে তুলে নিয়েছেন হিন্দু সনাতনীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন