Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

শুভমনদের হারাতে কেকেআরের হয়ে বাইশ গজ চমকাতে পারেন আফগান তারকা

 

Rahmanullah-Gurbaz

সমকালীন প্রতিবেদন : ‌গতবার চ্যাম্পিয়ন হলেও এবার সেভাবে চমক দিতে পারেনি কেকেআর। কোচ থেকে ক্যাপ্টেন, সবই বদল হয়েছে। কিন্তু তারপরেও একাধিক ম্যাচ হেরে আপাতত ব্যাকফুটে নাইট শিবির। কিন্তু সম্প্রতি দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার যোগদান করেছেন নাইট শিবিরে। আর অভিষেক নায়ারের প্রত্যাবর্তনের পরেই নতুন করে জয়ে ফেরার স্বপ্ন দেখছে কেকেআর। 

এই অবস্থায় আরেক তারকাকে সুযোগ দিতে চায় নাইট শিবির। আসলে তিনি কলকাতা নাইট রাইডার্সের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য। কিন্তু এবারের আইপিএলে কেকেআরের একাদশে তিনি এখনও পর্যন্ত সুযোগ পাননি। ডাগ আউটেই বসে থাকতে হয়েছে। আফগানিস্তানের তারকা সেই রহমানউল্লাহ গুরবাজের সামনে কি এবার প্রথম একাদশের দরজা খুলে যেতে চলেছে? এই জল্পনা এখন উঠেছে। 

এই সম্ভাবনাকে আরও জোরাল করে তুলল শনিবার সন্ধ্যায় ইডেনে কেকেআরের প্রস্তুতি। যেখানে নেটে শুরুতেই ব্যাট করলেন কুইন্টন ডি'কক ও অধিনায়ক অজিঙ্কা রাহানে। তারপরই তিন নম্বরে ব্যাট করতে ঢুকলেন গুরবাজ। দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন আফগান উইকেটকিপার-ব্যাটার। 

আইপিএলে প্রথম সাত ম্যাচে কেকেআর উইকেটকিপার-ব্যাটার হিসাবে ভরসা রেখেছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'ককের ওপর। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে রান পাননি ডি'কক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন।কিন্তু পরের ম্যাচেই তিনি নায়ক। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ৯৭ রানের ইনিংস। 

প্রোটিয়া তারকাকে নিয়ে দলের আস্থাও এক লাফে বেড়ে গিয়েছিল কয়েক গুণ। যদিও সেই আস্থার মর্যাদা ডি'কক রাখতে পারছেন কোথায়? পরের পাঁচ ইনিংসে তাঁর রান সব মিলিয়ে ৪২। শুরুতেই তিনি আউট হয়ে যাচ্ছেন। ফলে পাওয়ার প্লে-র ফিল্ডিং বিধিনিষেধের ফায়দা তুলতে পারছে না কেকেআর। অজিঙ্কা রাহানেকে এত তাড়াতাড়ি ক্রিজে যেতে হচ্ছে, যা কার্যত ইনিংস ওপেন করারই সামিল। 

সেই ছবিটা কি সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বদলাতে চলেছে? শনিবার যারা দিল্লি ক্যাপিটালসের ২০৩ রান তাড়া করে ম্যাচ জিতে কলকাতায় আসছে। শুভমন গিলদের দলের বোলিং বিভাগ খুব শক্তিশালী। সেই বোলিংকে চাপে ফেলতে হলে শুরু থেকে মারমার কাটকাট ব্যাটিং দরকার। শনিবারের প্র্যাক্টিস যদি কোনও ইঙ্গিত হয়, তাহলে গুরবাজ অবশ্যই রয়েছেন নাইটদের নীল নকশায়। 

তিনি খেললে সুনীল নারিনের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন। ঠিক যেমন রয়েছে বোলার আন্দ্রে রাসেলকে আরও ভালভাবে ব্যবহার করার কৌশলও। শনিবারের প্র্যাক্টিসে নেটে রাসেল ব্যাট করলেন পরে, বল করলেন আগে। ইডেনের যে পিচ গুজরাত ম্যাচের জন্য তৈরি রাখা হচ্ছে, তাতে হাল্কা ঘাসের আভা রয়েছে। রাসেলের মিডিয়াম পেস সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে কেকেআর শিবিরে ঘোরাফেরা করছে নানা অঙ্ক।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন