সমকালীন প্রতিবেদন : পুরী বেড়াতে যাবেন আপনি, দায়িত্ব নেবে রেল। তাও একেবারে জলের দরে প্যাকেজ সিস্টেমে? থাকা খাওয়ার খরচই লাগবে না? ভাবা যায়? জগন্নাথ ধামে যাওয়ার জন্য বিশেষ প্যাকেজ রেলের। শুধু পুরী নয়। আশপাশের পর্যটন কেন্দ্রও ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের। কবে কোথা থেকে ছাড়বে ট্রেন? দিনক্ষণ থেকে শুরু করে প্যাকেজের মোট ভাড়া। সবটাই থাকবে আজকের এই বিশেষ প্রতিবেদনে।
পুরী ভ্রমণ আরো সহজ করতে বিশেষ পদক্ষেপ করল রেল। জগন্নাথ ধামের সঙ্গে কোনারকের সূর্য মন্দির, চিলকা ঘোরার প্যাকেজ। কি ভাবছেন ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়বেন? তাহলে জেনে রাখুন, আইআরসিটিসি প্রতি শনিবার এই প্যাকেজের মাধ্যমে নিয়ে যাবে জগন্নাথ ধামে।
এই প্যাকেজে থাকছে ৪ দিন ৩ রাতের ভ্রমণ। যে সব ভক্তরা জগন্নাথদেব দর্শনে যাওয়ার কথা ভাবছেন কিন্তু নানা অসুবিধার কারণে যেতে পারছেন না, তাঁদের জন্যেই সুবিধা নিয়ে এসেছে এই কর্পোরেট সংস্থা। প্রতি শনিবার আইআরসিটিসি বন্দে ভারত এক্সপ্রেসে ‘জগন্নাথ ধাম ট্যুর প্যাকেজ’ নামে নির্দিষ্ট সিট বুকিং করে রাখবে।
প্যাকেজে যেতে আগ্রহীরা অনলাইন বা অফলাইনে বুক করলে সংস্থার মাধ্যমে তাঁরা ভ্রমণের সুযোগ পাবেন। সেক্ষেত্রে টিকিট বুকিং নিয়ে চিন্তা নেই। আইআরসিটিসির সঙ্গে একেবারে নিরাপদে এবং নির্ঝঞ্জাটভাবে জগন্নাথধাম দর্শনে যেতে পারবেন। শুধু তাই নয়, আশপাশের বহু পর্যটন কেন্দ্রও ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেলের অধীনে থাকা এই সংস্থা।
সংস্থার ট্র্যাভেল ট্যুর প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘পুরী জগন্নাথ ধাম যাত্রী কনফার্মড টিকিট বন্দে ভারত (ইএইচআর ১২৮)’। এবার জানাই থাকা খাওয়া, ঘোরাঘুরির ফুল প্ল্যানিং। মানে কিভাবে পুরোটা ছকে রেখেছে রেল। সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্যাকেজের মধ্যে থাকছে চিলকা, কোনারক এবং পুরী তিনটে ক্ষেত্রেই ঘুরে আসার সুযোগ। যাত্রা শুরু হাওড়া স্টেশন থেকে।
বন্দে ভারত এক্সপ্রেসে সরাসরি পুরী পৌঁছতে হবে। দ্বিতীয় দিনে সকালের খাওয়া-দাওয়া সেরে চিলকা ঘুরিয়ে দেখানো হবে। তৃতীয় দিনে একইভাবে সকালে বেরোতে হবে। এরপর সোজা কোনারক নিয়ে যাওয়া হবে। একেবারে এসি গাড়িতে আইআরসিটিসি সব জায়গায় ঘুরিয়ে দেখাবে। সঙ্গে থাকবেন আইআরসিটিসির আধিকারিকরা। তাঁরাই পরিচালনা করবেন পুরো ট্যুরটা।
আরেকটা কথা, যেটা শুনলে আপনার মন একদম ভালো হয়ে যাবে সেটা হলো, আইআরসিটিসি জগন্নাথ ধাম ট্যুর প্যাকেজে থাকা খাওয়ার কোনো খরচ লাগবে না। তবে এই ট্যুর প্যাকেজের ভাড়া পরিবর্তিত হবে প্রয়োজন অনুসারে। এবার ফাইনালি জানিয়ে রাখি ভাড়াটা।
এই ট্যুর প্যাকেজে দুজন ভ্রমণ করলে জনপ্রতি খরচ হবে ২২,৯৯০ টাকা। তিনজনের বুকিংয়ের ক্ষেত্রে দিতে হবে ১৯,৬৯০ টাকা। অন্যদিকে, থ্রিএসি-তে দুই জনের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ২৬,৯৫০ টাকা। তিনজনের জন্য এই ভাড়া ২১,৪৫০ টাকা। তাহলে আর কি? দেরি না করে জগন্নাথ ধাম এর উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন রেলের ভরসায় আপনিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন