সমকালীন প্রতিবেদন : পহেলগাঁও সন্ত্রাসী হামলার পটভূমিতে ভারতের বিরুদ্ধে লাগাতার বিভ্রান্তিমূলক এবং মিথ্যা তথ্য পরিবেশন করায় পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত সরকার। এই তালিকায় সেদেশের ১৬টি বহুল প্রচলিত চ্যানেল রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গেছে।
পহেলগাঁও হামলার ঘটনার পর একের পর এক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। এবার সেই তালিকায় পাকিস্তানি একাধিক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার বিষয়টি আরও এক বড় পদক্ষেপ। এই সিদ্ধান্ত কার্যকরী হওয়ার ফলে ভারতে থেকে ইউটিউবে আর পাকিস্তানের কোনও সংবাদমাধ্যমের চ্যানেল আপাতত আর দেখা যাবে না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে পরামর্শ করেই চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে পহেলগাঁও এর জঙ্গি হামলা নিয়ে আবারও মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'পহেলগাঁও এর ঘটনা দেখেই প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে। আমরা জঙ্গি হামলার কঠোর জবাব দেবো।' প্রধানমন্ত্রী আরও বলেন, 'যখন কাশ্মীরে শান্তি ফিরছিল, তখনই শত্রুরা আবারও সেখানে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল।'
পহেলগাঁও হামলার ঘটনাকে একটি বড় ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'কাশ্মীরে শান্তি স্থাপনের চেষ্টা চলছে, কিন্তু কিছু শক্তি শান্তি সহ্য করতে পারেনি এবং তারা আবার কাশ্মীরকে অশান্ত করতে চেয়েছে।' উল্লেখ্য, পহেলগাঁও হামলার রেশ পড়েছে অভিনেতা ফাওয়াদ খানের 'আবির গুলাল' সিনেমাতেও। ভারতে মুক্তি পাচ্ছে না এই সিনেমা। পাশাপাশি, 'আবির গুলাল'-এর গানও ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে।
সংবাদ সংস্থার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ভারত, ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল পাকিস্তানি বেশ কিছু ইউটিউব চ্যানেলে। এর আগে বিভিন্ন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছিল, জম্মু ও কাশ্মীরে নাকি ভারতীয় সেনার পোস্ট উড়িয়ে দিয়েছে পাক বাহিনী। যদিও সেই ভিডিয়ো আদতে ছিল অরুণাচলের পাহাড়ি জঙ্গলের দাবানলের একটি ঘটনা।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পটভূমিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারতের। এই আবহে স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ভারত সরকার মিথ্যা এবং বিভ্রান্তিকর খবর প্রচারের জন্য পাকিস্তানের যেসব ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছে, সেগুলি হল– ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াইনিউজ, বোল নিউজ, রফতার টিভি, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজয়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ, রাজি নামা।
উল্লেখ্য, গত মঙ্গলবার পহেলগাঁও এ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নিহত হন ২৬ জন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফেরার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। স্থগিত রাখা হয় সিন্ধু জলচুক্তি। পাকিস্তানের তরফে এর প্রতিক্রিয়াও এসেছে। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তের পর প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দেন, 'সিন্ধুতে হয় জল বইবে, নয়তো ভারতীয়দের রক্ত।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন