Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

পঞ্জাবের বিরুদ্ধে নতুন কাউকে খেলাবে কেকেআর?

 

New-player-of-KKR

সমকালীন প্রতিবেদন : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে দাপুটে জয়ের পর নতুন উদ্যমে পরের ম্যাচের প্রস্তুতি নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানের নেতৃত্বে ৮ উইকেটের ঐতিহাসিক জয়ে চমকে গিয়েছে ক্রিকেট দুনিয়া। অধিনায়ক হিসেবে ব্যর্থ হওয়া মহেন্দ্র সিং ধোনির দলের কাছে একপ্রকার বড় বার্তাই দিয়েছে নাইট বাহিনী। 

কর্ণধার শাহরুখ খানের আবেগঘন বার্তার পরই যেন ছন্দে ফিরেছে দল। এই জয়ের ফলে বদলে গিয়েছে পয়েন্ট টেবিলের চেহারাও। তবে এখন নজর পঞ্জাব কিংসের বিরুদ্ধে আসন্ন লড়াইয়ে। আগামী মঙ্গলবার মাঠে নামবে নাইটরা। এই ম্যাচে প্রাক্তন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে থাকা পঞ্জাবের মুখোমুখি হবেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা। নিজেদের জয়রথ অব্যাহত রাখতে মরিয়া কেকেআর।

চেন্নাইয়ের ম্যাচে সফল ওপেনিং জুটির ওপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি ক’ক এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিন থাকবেন ইনিংসের সূচনায়। যদিও শেষ মুহূর্তে পরিবর্তন হলে অবাক হওয়ার কিছু নেই। এদিকে, রান তাড়া করার সময় দলের মিডল অর্ডার যেভাবে পারফর্ম করেছে, তাতে করে পঞ্জাব ম্যাচেও চমক থাকতেই পারে। 

শেষ ম্যাচে সমালোচনার জবাব দিয়ে রিঙ্কু সিংকে ৪ নম্বরে পাঠানো হয়েছিল, যা সফলও হয়েছে। সেই জায়গা ধরে রাখার সম্ভাবনাই প্রবল। তার পাশাপাশি, ভেঙ্কটেশ আইয়ার ও রমণদীপ সিংও থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। অন্যদিকে, গত ম্যাচে পাঁচ বোলারই উইকেট পেয়েছেন—সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা ও মইন আলি। 

তাই বোলিং বিভাগে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। তবে এনরিখ নরকিয়া মাঠে নামবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বেশ কয়েকটি সূত্র বলছে, পঞ্জাব ম্যাচ নয়, তার পরের কোনও ম্যাচে তাঁকে দলে দেখা যেতে পারে।

এখন দেখে নিন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর-এর সম্ভাব্য একাদশ। কুইন্টন ডিক’ক, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমণদীপ সিং, মঈন আলি, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী। পঞ্জাবের বিরুদ্ধে এই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামলে কলকাতার জয়ের সম্ভাবনা যে যথেষ্ট, তা বলাই বাহুল্য। এখন দেখার, মঙ্গলবার কেমন পারফর্ম করে রাহানের নাইটরা।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন