Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

স্পিনের ভেলকি দেখিয়ে আইপিএল-এর নতুন ইতিহাস গড়লেন নারিন

 

Narine-made-history

সমকালীন প্রতিবেদন : চলতি আইপিএলের শুরু থেকেই খুব একটা ছন্দে ছিলেন না সুনীল নারিন, তাঁর ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছিল। পাশাপাশি বল হাতেও নারিনের আগের ফর্ম উধাও বলেও অনেকে সমালোচনা শুরু করেন। কিন্তু বড় ক্রিকেটাররা, বড় মঞ্চেই জ্বলে উঠেন। ঠিক যেমন সুনীল নারিন। সিএসকের বিরুদ্ধে দুরন্ত বোলিং এর মাধ্যমে যাবতীয় সমালোচনার জবাব দিলেন নারিন। 

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এই তিন উইকেটের মধ্যে একটি মহেন্দ্র সিং ধোনিরও রয়েছে। সেই সঙ্গে তিনি ফেরান রাহুল ত্রিপাঠি এবং রবীন্দ্র জাদেজাকেও। তাঁর ইকোনমি রেট ৩.২৫। সিএসকে-র ব্যাটিং লাইন-আপকে গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুনীলও। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেন বড় রেকর্ড। 

এদিন সুনীল নারিনের বলে একটিও চার বা ছয় মারতে পারেননি সিএস-কের কোনও ব্যাটার। এই নিয়ে আইপিএলের ইতিহাসে মোট ১৬ বার সুনীল নারিনের ৪ ওভারের স্পেল চার-ছয়হীন হয়ে থাকল। আর এটাই আইপিএলের ইতিহাসে বোলারদের মধ্যে সর্বোচ্চবার চার, ছক্কাহীন ৪ ওভারের স্পেল। 

নারিন এদিন রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে অশ্বিন মোট ১৫ বার চার, ছয় না দিয়ে চার ওভারের স্পেল শেষ করেছিল। সেই রেকর্ডই সিএসকে-র বিরুদ্ধে ভেঙে দিলেন নারিন। এছাড়া হরভজন সিং আবার মোট ১৩ বার চার, ছক্কাহীন চার ওভারের স্পেল শেষ করেছেন।

এদিন টস জিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথমে ব্যাট করতে নেমে সিএসকে-র ব্যাটিং বিপর্যয় হয়। তারা ৯ উইকেটে মাত্র ১০৩ রান করতে পারে। চিপকে এটা চেন্নাইয়ের দলের সর্বনিম্ন রান। সেই রান তাড়া করতে নেমে কেকেআর ১০.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান করে ফেলে। ৯.৫ ওভার বা ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে বড় জয় ছিনিয়ে নেয় কেকেআর। 

বল বাকি থাকার নিরিখে এটা আইপিএলে কেকেআর-এর দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ৯৩ রান তাড়া করতে নেমে, ১০ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। ৬০ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। সেটা কেকেআর-এর বল বাকি থাকার নিরিখে সর্বোচ্চ জয় ছিল।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন