Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

একের পর এক তারকা ক্রিকেটার তৈরি করে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স

 

Mumbai-Indians

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে শুধুমাত্র তারকা ক্রিকেটারদের মঞ্চ নয়, বরং আইপিএল হল তরুণ প্রতিভা তুলে আনার এক সফল ক্ষেত্র। মুম্বই ইন্ডিয়ান্স সেই ধারার অন্যতম পথপ্রদর্শক। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন এই দল শুধু দামী ক্রিকেটার কিনে দল গঠন করে না, বরং ঘরোয়া ক্রিকেট থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে এনে তাদের পরিপূর্ণ ক্রিকেটার করে তোলে। 

হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ঈশান কিশন, তিলক বর্মা থেকে শুরু করে এবারের দুই চমক বিগ্নেশ পুথুর ও অশ্বিনী কুমার—এরা সকলেই মুম্বইয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল। এই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচেই ২৪ বছরের স্পিনার বিগ্নেশ পুথুর নজর কেড়েছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন তিনি। 

অন্যদিকে, ২৩ বছরের বাঁহাতি পেসার অশ্বিনী কুমার কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন, মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। তাঁদের এমন পারফরম্যান্স প্রমাণ করে মুম্বইয়ের স্কাউটিং সিস্টেম কতটা কার্যকর। কিন্তু কীভাবে ট্যালেন্ট হান্ট করে মুম্বই ইন্ডিয়ান্স? সূত্র বলছে, মুম্বই ইন্ডিয়ান্সের একটি বিশাল স্কাউট দল রয়েছে, যারা রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হজারে ট্রফি এবং অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। 

এই দলটি শুধুমাত্র টেলিভিশন সম্প্রচার দেখে নয়, বরং সরাসরি মাঠে গিয়েও খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনা করে। তাদের তালিকায় উঠে আসে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়রা। এই স্কাউট দলের তৈরি তালিকা মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ও সাপোর্ট স্টাফদের কাছে পাঠানো হয়। প্রধান কোচ এবং অন্যান্য সহকারী কোচেরা সেই তালিকা পরীক্ষা করে ট্রায়ালের জন্য কিছু খেলোয়াড়কে বেছে নেন। 

ট্রায়ালে পারফরম্যান্সের ভিত্তিতে আরও একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি হয়। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স সারা বছর ধরে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে, যেখানে তরুণ প্রতিভাদের প্রস্তুত করা হয় আইপিএলের চাপ সামলানোর জন্য। সেই কারণেই অভিষেক ম্যাচেই আত্মবিশ্বাসী মনে হয় নতুন প্রতিভাদের। সারা বছরের মূল্যায়নের পর কোচ ও সাপোর্ট স্টাফেরা চূড়ান্ত তালিকা মালিক ও অধিনায়কের কাছে পাঠান। 

এরপর নিলামে তাঁদের জন্য বিড করা হয় এবং মুম্বইয়ের পরবর্তী তারকা হিসেবে তাঁদের দলে অন্তর্ভুক্ত করা হয়। মুম্বই ইন্ডিয়ান্সের পরিকল্পিত প্রতিভা অন্বেষণের মডেল শুধু তাদের দলকেই সাফল্য এনে দেয়নি, ভারতীয় ক্রিকেটকেও সমৃদ্ধ করেছে। বুমরাহ, হার্দিকের মতো খেলোয়াড়দের পর আগামী দিনে হয়তো বিগ্নেশ ও অশ্বিনী ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। মুম্বই ইন্ডিয়ান্সের এই প্রতিভা খোঁজার ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও নতুন তারকার জন্ম দেওয়া অব্যাহত থাকবে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন