সমকালীন প্রতিবেদন : এক বছরের ভালোবাসার সম্পর্ক। আর সেই ভালোবাসার সম্পর্কের টানাপড়েনেই করুণ পরিণতি হল বছর ১৫-র নবম শ্রেণীর ছাত্রীর। অভিযোগ স্থানীয়দের। রাতে রেললাইনে মিলল ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা আদিবাসী পাড়া এলাকায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল স্থানীয় এক কিশোর। একই সঙ্গে পড়াশোনা করত তারা। সেই থেকেই দুজনের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। তবে দুই বাড়ির তরফে এই সম্পর্ক মেনে নিতে সমস্যা হচ্ছিল। এদিন রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পরার পর বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক এর বাড়িতে যায় ওই নাবালিকা।
তারপর থেকেই আর খোঁজ মিলছিল না তার। এরপরই রেললাইনের ধার থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রতিবেশী কিশোরের কারণেই মৃত্যু ঘটেছে এই মৃত্যু ঘটেছে বলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। সম্পর্কের টানাপোড়েন, নাকি অন্য কোনও কারণে এমন কাণ্ড ঘটলো, তা এখনো বুঝে উঠতে পারছে না কেউই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন