সমকালীন প্রতিবেদন : রেশনে মাল কম দেওয়ার অভিযোগ এনে গ্রামের বাসিন্দারা রেশন দোকানে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছিল বলে অভিযোগ গ্রাহকদের। অবশেষে তাদের ধৈর্যের বাধ ভেঙে গেল।
স্থানীয় বাসিন্দারা রেশন দোকানে বিক্ষোভ শুরু করলে গ্রাহকদের মাল না দিয়েই পালিয়ে যায় ডিলারেরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মুড়িঘাটা কেউটিপাড়া এলাকায়। অভিযুক্ত রেশন ডিলারের নাম অশোক বিশ্বাস, অসীম বিশ্বাস ও অসিত কুমার বিশ্বাস।
গ্রাহকদের অভিযোগ, কোনও পরিবারের সদস্য বাড়িতে দুমাস না থাকলেই তার প্রাপ্য মাল বন্ধ করে দেওয়া হয়। দুর্গারানী হালদার নামে এক বৃদ্ধা গ্রাহকের রেশনের সাড়ে তিন বছরের মাল তুলে নিয়েছে এই ডিলার। বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানোর পরে তিনি এই ঘটনা জানতে পারেন। সেই মাল নতুন করে দেবার কথা বললেও পরে তা দিতে অস্বীকার করে এই ডিলার।
গ্রাহকদের পাশাপাশি এদিন স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্য জানান, বৃদ্ধা দুর্গারানী হালদারের বিষয়টি নিয়ে পঞ্চায়েত স্তরের মিমাংশা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নিজেদের গাফিলতির কথা স্বীকার করে বৃদ্ধার প্রাপ্য সমস্ত মাল এমাসের প্রথম সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ডিলার। কিন্তু সময় আসতেই নিজেদের অবস্থান থেকে সরে আসে ডিলার।
ডিলারের এই অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে এদিন সকালে রেশন দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকেরা। খবর পেয়ে সেখানে উপস্থিত হন বনগাঁ খাদ্য দপ্তরের প্রতিনিধিরা। তাদের কাছে নিজেদের ক্ষোভের কথা উগড়ে দেন গ্রাহকেরা। পাশাপাশি, এই ডিলারের ডিলারশিপ বাতিল করে শাস্তির দাবি করেন গ্রাহকেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন