Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

প্লে-অফের জন্য এখন কি প্রতিটি ম্যাচেই জিততে হবে নাইটদের?

 

Knights-chances-of-making-the-playoffs

সমকালীন প্রতিবেদন : চলতি আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। কারণ, এবারের সিজনে এই নিয়ে তারা পঞ্চম ম্যাচটিও হেরে গেল। সোমবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল নাইট ব্রিগেড। কিন্তু এই ম্যাচেও ৩৯ রানের বিশাল ব্যবধানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। 

আর এই পরাজয়ের পরই সমর্থকদের মনে এই প্রশ্ন জাগতে শুরু করেছে, গতবারের আইপিএল চ্যাম্পিয়ন এবার কি প্লে-অফেও উঠতে পারবে না? চলুন এখন পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী বেশ কিছু সম্ভাবনার তথ্য বিশ্লেষণ করে দেখা যাক। পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পরই লজ্জার মাথা খেয়েছিল নাইট ব্রিগেড। আইপিএল ইতিহাসের সর্বনিম্ন রান তাড়া করে তারা জিততে পারেনি। 

এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, ঘরের মাঠে হয়ত কিছুটা হলেও সেই সম্মান পুনরুদ্ধার করতে পারবে অজিঙ্কা রাহানের দল। কিন্তু রবিবার ১৯৯ রান তাড়া করতে নেমে কলকাতা তোলে মাত্র ১৪৯ রান। আর নাইটদের এই হারের পর লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে তারা। ৮ ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট পেয়েছে কলকাতা। 

আইপিএলের প্লে-অফে উঠতে হলে অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন। সেটা করতে হলে বাকি ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিততে হবে কেকেআর-কে। কিন্তু বহুবার আইপিএলে দেখা গিয়েছে ১৬ পয়েন্ট নিয়েও প্লে-অফে ওঠা নিশ্চিত করা যায়নি। তেমন পরিস্থিতি হলে কলকাতা চাপে পড়ে যাবে নেট রানরেটের কারণে। 

এখন কেকেআরের রানরেট প্লাস ০.২১২। চতুর্থ স্থানে থাকা পঞ্জাব কিংসের রান রেট প্লাস ০.১৭৭। অর্থাৎ, পঞ্জাবের থেকে নাইটদের রানরেট এক্ষেত্রে বেশি। কিন্তু নাইটদের উপরে থাকা মুম্বই, ব্যাঙ্গালুরু, দিল্লি এবং গুজরাতের থেকে রানরেটের বিচারে অনেকটাই পিছিয়ে তারা। এখন কলকাতা যদি বাকি ছ’টি ম্যাচই জিতে নেয়, তা হলে সর্বোচ্চ ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে। 

তা হলে প্লে-অফে ওঠার সুযোগ একটু বেশি থাকবে। কলকাতার পরের ম্যাচ শনিবার। সে দিনও ইডেনে খেলবে তারা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচ হারলে আরও চাপে পড়ে যাবে কেকেআর। অতীতে যদিও প্রথম দিকে পর পর হেরে যাওয়া দলও ঘুরে দাঁড়িয়েছে। 

প্লে-অফে উঠে ফাইনাল খেলে চ্যাম্পিয়নও হয়েছে। কিন্তু কেকেআর এই মুহূর্তে যেভাবে খেলছে, তাতে তেমনটা আশা করাও কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে কী হতে চলেছে, তার উত্তর রয়েছে একমাত্র সময়ের হাতেই। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন