Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

রাহানে, রিঙ্কুর লড়াইয়ের পরেও শেষরক্ষা করতে পারলো না কেকেআর

 

KKR-lost-the-match

সমকালীন প্রতিবেদন : লড়াই করেও হল না শেষরক্ষা। ঘরের মাঠে মাত্র ৪ রানে হারল কলকাতা নাইট রাইডার্স। ৬ এপ্রিলের যে ম্যাচ পিছিয়ে গিয়েছিল, তাতে বাজিমাত করল সঞ্জীব গোয়েঙ্কার দল। নারিনের ম্যাজিক্যাল স্পেল নয়, মঙ্গলবারের ইডেন দেখল পুরানের তাণ্ডব। সুপার ফ্লপ ডি’কক। ব্যাট হাতে রাহানে, রিঙ্কু, ভেঙ্কটেশরা জ্বলে উঠলেও ২৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারল না নাইটরা। এদিনের হারের ফলে আবার পয়েন্ট টেবিলে পতন ঘটল নাইটদের। ছয়ে নেমে এল তারা। অন্যদিকে লখনউ উঠে এল চারে।  

মঙ্গলবারের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। তবে তাঁর এই সিদ্ধান্ত খুব একটা উপযোগী হয়নি। কারণ, মার্করাম এবং মার্শের ওপেনিং জুটি ৯৯ রান যোগ করে। এরপর শুরু হয় ক্যারিবিয়ান সুপারস্টার নিকোলার পুরানের তাণ্ডব। তিনি ৩৬ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষমেষ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে লখনউ। মার্করাম করেন ৪৭ রান, মার্শ খেলেন ৮১ রানের ঝকঝকে ইনিংস। 

এদিকে নাইটদের হয়ে একজোড়া উইকেট নেন হর্ষিত রানা, একটি উইকেট নেন রাসেল। বাকি কেউই কোনও উইকেট পাননি এই ম্যাচে। জবাবে ব্যাটিং করতে নেমে নাইটদের শুরুটা সেভাবে হয়নি। শুরুতেই ফর্মে থাকা ডি ককের উইকেট হারায় নাইটরা। তবে তারপর নারিন এবং রাহানে দ্রুতগতিতে রান করেন। দু’জনের মধ্যে ৫৪ রানের পার্টানারশিপ হয়। রাহানে আউট হন ৬১ রান করে। 

তারপর থেকেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। এরপর ভেঙ্কটেশ আইয়ার করেন ৪৫ রান। শেষবেলায় রিঙ্কু ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও শেষরক্ষা হয়নি। ২৩৪ রানেই থেমে যায় নাইটদের ইনিংস। মাত্র ৪ রানে হেরে যায় কেকেআর। লখনউ-এর হয়ে আকাশ দীপ এবং শার্দুল ঠাকুর নেন একজোড়া করে উইকেট। 

এদিন কেকেআরের খেলা দেখে একবারও মনে হয়নি তারা কোনও পরিকল্পনা নিয়ে নেমেছে। বোলিংয়ের সময় তাদের হতশ্রী অবস্থা বেরিয়ে পড়ল। স্পেন্সার জনসনের মতো বিদেশি বোলারের উপরে ভরসা করেই কেকেআর নিজের বিপদ ডেকে আনছে। এদিনের হারের জেরে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়ার রাস্তা আরও কিছুটা কঠিন হয়ে পড়ল। আগামীতে যেসব ম্যাচে নাইটরা খেলবে, তার মধ্যে বেশিরভাগ ম্যাচই জিততে হবে নাইটদের। সেটা কি পারবে রাহানের নাইট সেনা?  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন