সমকালীন প্রতিবেদন : শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। কিন্তু, আইপিএল-এর ৪৪ নম্বর ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে ২০১ রান করে। কলকাতা এক ওভারে ৭ রান করে। এরপর শুরু হয়ে যায় অঝোর বৃষ্টি।
টানা বৃষ্টিপাতের কারণে এই ম্যাচটি শেষপর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেইসঙ্গে দুই দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। আর বোর্ডের এই সিদ্ধান্তের কারণে আপাতত হতাশায় ডুবেছেন কেকেআর সমর্থকরা। কেন? সেটা এবার জেনে নেওয়া যাক।
এদিনের ম্যাচ চলাকালীন ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়। কলকাতা নাইট রাইডার্সকে জয়ের জন্য ২০২ রান করতে হতো। তবে কেকেআর ব্রিগেড মাত্র এক ওভারই ব্যাট করার সুযোগ পায়। তারপর শুরু হয়ে যায় ঝড়। দেখতে না দেখতেই ঝড়ের পিছু-পিছু আসে বৃষ্টিও। গোটা মাঠ ঢাকতে বেশ সমস্যার মুখে পড়তে হয় মাঠ কর্মীদের।
অত্যাধিক হাওয়ার গতিবেগে বেশ কয়েকটা জায়গায় ফেটে যায় কভারও। যখন ম্যাচ থামানো হয়েছিল, সেইসময় কলকাতা বিনা উইকেটে এক ওভারে ৭ রান করে। সুনীল নারিন ৪ রানে এবং রহমানউল্লাহ গুরবাজ ১ রানে ব্যাট করছিলেন। তারপর ম্যাচের আর কোনও ফলাফল হয়নি।
এবার প্রশ্ন হচ্ছে যে, এরপর কীভাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে কেকেআর? বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে প্লে-অফের রাস্তাটা কলকাতা নাইট রাইডার্সের সামনে যে বেশ কঠিন হয়ে গেল। অজিঙ্কা রাহানের নেতৃত্বে এই দল ৯ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।
তিনটে ম্যাচে জিততে পেরেছে। আর একটি ম্যাচ অমীমাংসিত হয়ে গিয়েছে। বাকি ৫ ম্যাচে হার স্বীকার করেছে কেকেআর। এখন যদি কেকেআর পরবর্তী প্রত্যেকটা ম্যাচেও জয়লাভ করে, তাহলে তারা মোট ১৭ পয়েন্টে পৌঁছবে। সেক্ষেত্রে কেকেআর চোখ বন্ধ করে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে।
কিন্তু, যদি তারা একটি ম্যাচও হেরে যায়, সেক্ষেত্রে ১৫ পয়েন্টে তারা দাঁড়াবে। এই পরিস্থিতিতে বাকি দলগুলোর ফলাফলের উপর তাদের নির্ভর করতে হবে। আর যদি পরবর্তী ২ ম্যাচে তারা হেরে যায়, তাহলে এই টুর্নামেন্ট থেকে পুরোপুরি বিদায় নিতে হবে কেকেআরকে। অতএব, রাস্তা কঠিন হলেও অসম্ভব নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন