Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২ এপ্রিল, ২০২৫

মেগা নিলামের কারণেই কি বার বার হার হচ্ছে কেকেআরের?

 

KKR-defeated-again-and-again

সমকালীন প্রতিবেদন : গত সিজনে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখনও গতবারের সেই ধারাবাহিকতার ধারেকাছে আসতে পারেনি নাইটরা। কোনও ম্যাচে ব্যাটিং, তো কোথাও বোলিং- একটা না একটা বিভাগে ঠিক ব্যর্থ হচ্ছে নাইট রাইডার্স। মুম্বইয়ের বিরুদ্ধে যেমন ডুবিয়ে দিল ব্যাটিং। আর ম্যাচের পর রমনদীপ সিং জানিয়ে গেলেন, গন্ডগোলটা শুরু হয়েছে মহা নিলাম থেকে।

মুম্বইয়ে এমনিতেই নাইটদের রেকর্ড খারাপ। সোমবার ওয়াংখেড়েতে সেই রেকর্ড খুব একটা বদলাল না। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৬ রানে গুঁটিয়ে যায় কেকেআর। ২৩ বছরের নবাগত অশ্বিনী কুমারের শিকার হলেন রাহানে, রাসেল, রিঙ্কু সিংরা। মাত্র ২ উইকেট হারিয়ে যে রান তুলে নেয় মুম্বই। 

যার ফলে লিগ টেবিলের তলানিতে চলে গেল কেকেআর। কিন্তু কেন ধারাবাহিকতার অভাবে ভুগছে নাইটরা? রমনদীপের বক্তব্য, এখনও দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি। আর সেই কারণ খুঁজতে তিনি চলে গেলেন চার মাস আগের মহা নিলামে। 

তাঁর বক্তব্য, “মহা নিলাম বিষয়টা হতাশাজনক। দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয়। কিন্তু তিন বছর পর সেটা বদলাতে হয়। সেটা অজুহাত হিসেবে দেখছি না। তবে দল এখনও সঠিক কম্বিনেশন খুঁজছে। সেটা খুব দ্রুত খুঁজে বের করতে হবে।” এবার মহা নিলামের আগে ৬ জনকে রিটেইন করেছিল কেকেআর। 

সেই তালিকায় রমনদীপও ছিলেন। তবে ধরে রাখা হয়নি শ্রেয়স আইয়ারকে। ২২.৭৫ কোটি টাকায় কেনা হয় ভেঙ্কটেশ আইয়ারকে। ব্যাটে-বলে এখনও জ্বলে উঠতে পারেননি তিনি। অন্যদিকে, ম্যাচ শেষে অজিঙ্কা রাহানে জানিয়ে গেলেন, “আমাদের ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। লড়াইয়ের জন্য ১৮০-১৯০ রান দরকার ছিল। এই হার থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে।”






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন