সমকালীন প্রতিবেদন : চেন্নাইয়ের মাঠে পুরানো ভূমিকায় প্রত্যাবর্তন ঘটলেও জয়ে ফেরা হল না মহেন্দ্র সিং ধোনির। শুধু তাই নয়, শুক্রবারের সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে কার্যত পর্যুদস্ত হল চেন্নাই সুপার কিংস। রাহানেদের কাছে ৮ উইকেটে হারল সিএসকে। তাও আবার প্রায় ১০ ওভার বাকি থাকতেই। একইসঙ্গে চিপকের মাঠে সবচেয়ে কম রান করার লজ্জার নজির গড়ল কিংসরা। অনায়াসে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল কেকেআর।
আর নাইটদের দুই ইনিংসেই নায়ক একজনই, তিনি হলেন সুনীল নারিন। লখনউ ম্যাচের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরল নাইটরা। একইসঙ্গে লিগ টেবিলে উঠে এল তিন নম্বরে। ম্যাচের আগে ষষ্ঠ স্থানে থাকা কলকাতা, এই জয়ের ফলে ৬ ম্যাচে ৩টি জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করল। কেকেআরের নেট রান রেট এখন প্লাস ০.৮০৩। এই নেট রানরেটই নাইটদের পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে নিয়ে এসেছে।
তবে পয়েন্ট টেবিলের শীর্ষে এখনও রয়েছে গুজরাত টাইটান্স। শুভমন গিলের নেতৃত্বাধীন দল ৫টি ম্যাচে ৪টি জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট অর্জন করেছে। তাদের নেট রানরেট প্লাস ১.৪১৩। এদিকে, দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস ৪ ম্যাচে অপরাজিত থেকে গুজরাতের সমান ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। দিল্লির নেট রানরেট প্লাস ১.২৭৮।
এদিকে, আইপিএল পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি ৫ ম্যাচে ৩টি জয় পেয়ে ৬ পয়েন্টে রয়েছে। তাদের নেট রানরেট প্লাস ০.৫৩৯। পঞ্চম স্থানে রয়েছে পঞ্জাব কিংস, যারা ৪ ম্যাচে ৩টি জয় পেয়েছে। শ্রেয়স আইয়ারের দলের পয়েন্ট ৬ এবং নেট রান রেট প্লাস ০.২৮৯।
ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। পন্থদের দল ৫ ম্যাচে ৩টি জয় পেয়েছে। পয়েন্ট ৬ হলেও তাদের নেট রান রেট অনেকটাই কম—মাত্র প্লাস ০.০৭৮। সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস, ৫ ম্যাচে ২টি জয় ৪ পয়েন্টসহ। তাদের নেট রানরেট মাইনাস ০.৭৩৩। পয়েন্ট টেবলের নিচের দিকে থাকা দলগুলোর অবস্থান আশাব্যঞ্জক নয়।
মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ যথাক্রমে অষ্টম, নবম এবং দশম স্থানে। তিন দলেরই পয়েন্ট ২। মুম্বইয়ের নেট রানরেট মাইনাস ০.০১০, চেন্নাইয়ের মাইনাস ১.৫৫৪ এবং হায়দ্রাবাদের মাইনাস ১.৬২৯। এই অবস্থানে দাঁড়িয়ে কলকাতার জয়ের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে শীর্ষে উঠে আসাও এখন সময়ের অপেক্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন