Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

রাসেল, ভেঙ্কটেশ কী পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বাদ পড়বেন?

 

KKR-PBKS-Match

সমকালীন প্রতিবেদন : গতবার চ্যাম্পিয়ন হলেও এবার আশানুরূপ পারফর্ম করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্রথমে কয়েকটি ম্যাচ জিতলেও আবার যেন হারের গেরোয় বন্দি হয়েছে নাইটরা। এই পরিস্থিতির মাঝে শনিবার আইপিএলে সন্ধ্যে সাড়ে ৭ টায় মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস। 

ইডেন গার্ডেন্সের এই ম্যাচের একটা আলাদা গুরুত্ব রয়েছে। কারণ, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এই প্রথম খেলতে নামবেন শ্রেয়স আইয়ার। প্রতিপক্ষ দলের হয়ে কেকেআরের বিরুদ্ধে ইডেনে শ্রেয়সের নামা তাই বাড়তি এক উন্মাদনা যোগ করেছে এই ম্যাচে।

শনিবারের ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকার কথা কেকেআরের কর্ণধার শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং সুহানার। এমনিতে সব ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারেন না। তাই ছেলে-মেয়েদেরই পাঠান। কিন্তু এবারের আইপিএলে কেকেআরের যা হাল, তাতে শাহরুখ পরিবার মোটেই খুশি হবে না। 

যাদের ওপর সব থেকে বেশি দল ভরসা করে, সেই ক্রিকেটাররাই দলকে সব থেকে বেশি ভোগাচ্ছেন। রিটেন হওয়া ক্রিকেটারদের মধ্যে একমাত্র নারিন এবং বরুণ চক্রবর্তীর খেলা দেখে মনে হচ্ছে, কেকেআর লাভ করেছে, হর্ষিত রানা-রিঙ্কু সিং তেমন নজর কাড়তে না পারলেও চেষ্টা করছেন। 

তবে সব থেকে বিড়ম্বনার কারণ আন্দ্রে রাসেল, রমনদীপ সিং এবং ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কিকে রিটেন না করলেও তাঁর পিছনে যে অর্থ কেকেআর ব্যয় করেছে, তাতে স্টার্ক-সল্টরা চলে আসতেন। এদিকে এই ম্যাচ কেকেআরের কাছে বদলার। কারণ, এর আগে পঞ্জাবে গিয়ে শ্রেয়স আইয়ারের দলকে মাত্র ১১১ রানে অলআউট করার পরও নিজের ৯৫ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে সামিল হয়েছেন রাহানে-রাসেলরা। 

আর গতবার এই ইডেনে এসে পঞ্জাব কিংস দল আইপিএলের সব থেকে বড় রান চেজ করে জিতেছিল, সৌজন্যে শশাঙ্ক সিং এবং জনি বেয়ারস্টোর দুরন্ত ইনিংস। এই ম্যাচে কেকেআর হারলে, তাঁদের বাকি সব ম্যাচই মাস্ট উইন হয়ে যাবে, সেক্ষেত্রে প্লে অফের রাস্তাও দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে। 

ব্যক্তিগত দিক থেকেও এই ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে শ্রেয়স আইয়ারের কাছে। তিনি দল ছাড়ার সময় দাবি করেছিলেন, তাঁকে কেকেআর প্রাপ্য সম্মান দেয়নি। শ্রেয়স কিন্তু এমনিতে বেশি কথা বলা অধিনায়ক নন। পঞ্জাবে গিয়েও কথায় নয়, কাজেই তিনি করে দেখিয়েছেন। দলও ৮ ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতে টপ ফাইভে রয়েছে। তাই শ্রেয়স নিজেও চাইবেন, যে দলকে গতবার আইপিএল জিতিয়েছেন, সেই দলের ডেরা থেকে সম্মানরক্ষার ম্যাচে জয় তুলেই মাঠ ছাড়তে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন