Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে জায়গা পেলেন অবাধ্য শ্রেয়স

 

Indian-Cricket-Board

সমকালীন প্রতিবেদন : ‌জল্পনাকে সত্যি করে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন ‘অবাধ্য’ দুই ক্রিকেটার ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার। সোমবার নতুন চুক্তি প্রকাশ করেছে বিসিসিআই। জানা গিয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলিরা এ প্লাস গ্রেডেই থাকবেন। ঘরোয়া ক্রিকেটে অনীহার কারণে গত বছর বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স এবং ঈশান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি দুর্দান্ত খেলেন। তিন ম্যাচে দু’টি হাফসেঞ্চুরি করেছিলেন। ভাগ্য ফেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 

মরুদেশে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন শ্রেয়স। গুরুত্বপূর্ণ সময়ে রান করে দলকে জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অনবদ্য পারফর্ম করে ভারতের খেতাব জয়ের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন। সবমিলিয়ে এ বছর আটটি একদিনের ম্যাচে করেছেন ৪২৪ রান। সম্প্রতি আইসিসির মঞ্চে সেরার শিরোপাও পেয়েছেন। আর এবার তিনি ফের ঢুকে পড়লেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে।

যদিও ঈশানকে নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষমেশ তাঁকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হল। আইপিএলে একটি ঝোড়ো সেঞ্চুরি করেছেন ঈশান কিষান। হয়তো এই কারণেই তাঁর প্রতি সদয় হয়েছে বিসিসিআই বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এই চুক্তি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে। চারটি গ্রেডে বিসিসিআই বার্ষিক চুক্তির তালিকায় মোট ৩৪ জন খেলোয়াড়কে রেখেছে।

চুক্তি তালিকায় আরও একটি চমক হল ঋষভ পন্থের গ্রেড প্রোমোশন। তাঁকে বি গ্রেড থেকে এ গ্রেডে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, এ প্লাস গ্রেডে রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার মতো কিংবদন্তিরা রয়েছেন। মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি এ গ্রেডে রয়েছেন। 

বি গ্রেডে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার। মোট ১৯ জন খেলোয়াড়কে সি গ্রেডে রাখা হয়েছে। এখানে রয়েছেন রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ঈশান কিষান এবং ধ্রুব জুড়েলের মতো তরুণ তুর্কিরা। যদিও বিসিসিআইয়ের কিন্তু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বাঁধতে পারে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত, বিরাট, জাদেজা – তিন ক্রিকেটারই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। সুতরাং, তাঁরা এখন মাত্র দু’টি ফরম্যাটে খেলেন। তাই প্রশ্ন উঠতে পারে, তাঁরা কীভাবে এ প্লাস গ্রেড ধরে রাখবেন? এক্ষেত্রে বিসিসিআই নিয়মভঙ্গ করছে না তো? থাকছে এই প্রশ্নটাও। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন