সমকালীন প্রতিবেদন : ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বর্ধিত মূল্য প্রত্যাহারের আর্জিও জানালেন কেন্দ্র সরকারকে। একইসঙ্গে রাজ্য জুড়ে দলের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানালেন। ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৪ এবং ৫ এপ্রিল রাজ্যের প্রতিটি ব্লকে, প্রতিটি ওয়ার্ডে এই প্রতিবাদ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন তিনি। বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
১ এপ্রিল থেকে ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে দেশ জুড়ে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আমজনতার কপালে চিন্তার ভাঁজ। এই প্রসঙ্গে বুধবার নবান্ন থেকে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এব্যাপারে তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে প্রশ্ন তুললেন, কেন্দ্র সরকার কীসের জন্য আছে? ওষুধের দাম বাড়িয়ে আদতে সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকার সম্প্রতি ক্যানসার, হৃদরোগ-সহ প্রায় সাড়ে সাতশো ওষুধের দাম বাড়িয়ে দেওয়ায় সমস্যায় পড়েছে আমজনতা। এর প্রতিবাদে পথে নামছে তৃণমূল। এই প্রসঙ্গেই এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আশঙ্কাপ্রকাশ করে বলেন যে তিনি ওষুধের দামবৃদ্ধি নিয়ে শঙ্কিত, দুঃখিত এবং চিন্তিত। তাঁর কথায়, 'স্বাস্থ্যই সম্পদ। তাই রাজ্য সরকার স্বাস্থ্যসাথী থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান করেছে। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়।' মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'স্বাস্থ্যবিমার উপর জিএসটি চাপাচ্ছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম।'
উল্লেখ্য, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে, ডায়াবেটিস, হার্টের গুরুত্বপূর্ণ একাধিক ওষুধ ছাড়াও ব্লাড থিনার, ব্লাড প্রেশার থেকে শুরু করে জ্বর, বমি, গ্যাস, হাঁপানি, এইডস-এর মতো ওষুধের দামও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ৭৪৮টি ওষুধ এই তালিকায় রয়েছে। ওষুধের পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। ১.৭৪ শতাংশ পর্যন্ত বাড়বে বিভিন্ন ওষুধের দাম। এই দাম বৃদ্ধি নিয়েই আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'মানুষ কীভাবে চিকিৎসা করাবে? এক শতাংশ মানুষ, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, শুধুই কি তাদের জন্যই সরকার চলবে? ডাক্তার যখন এই ওষুধগুলি লিখবেন, তখন গরিব মানুষ তা কিনতে পারবেন না। তাহলে কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য? এই সিদ্ধান্ত কি একটি শ্রেণির জন্য নেওয়া হচ্ছে? আমি এর তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।'
ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে পথে নামারও ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী শুক্র এবং শনিবার রাজ্যজুড়ে এই প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন মমতা। তাঁর কথায়, 'আমি এই দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম যাতে দ্রুত প্রত্যাহার করা হয়, সেই আর্জি জানাচ্ছি।'
মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কেন স্বাস্থ্যবিমায় জিএসটি বসানো হবে, কেন বারবার এভাবে ওষুধের দাম বাড়ানো হবে? কেন হীরেতে জিএসটি নেই, জিরেতে আছে, তার জবাব চেয়েছেন তিনি। এই বিষয়টি নিয়ে সংসদেও তৃণমূল সাংসদদের সরব হতে নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন