Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের জেরে আইসিসি খেতাব শ্রেয়সকে

 

ICC-prize-for-Shreyas

সমকালীন প্রতিবেদন : গত মরসুমে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেই দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এবার ছেড়ে দিয়েছে নাইট শিবির। আর নতুন দলে গিয়ে দুরন্ত পারফর্ম করে চলেছেন একদা বোর্ডের ‘অবাধ্য ছেলে’ শ্রেয়স। আর এবার তাঁকে পুরস্কৃত করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 

ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে মার্চ মাসের জন্য পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত করেছে আইসিসি। আইসিসি এই ঘোষণা করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডানহাতি ব্যাটসম্যানের পারফরম্যান্সের প্রশংসাও করেছে। নিউজিল্যান্ডের জেকব ডাফি এবং রাচিন রবীন্দ্রকে হারিয়ে এই পুরস্কার পেলেন শ্রেয়স। 

আসলে চ্যম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছিল ২৪৩ রান। এবার সেই পারফরম্যান্সের জন্যই সেরা নির্বাচিত হলেন তিনি। এই নিয়ে নাগাড়ে দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেটার মাসের সেরা নির্বাচিত হলেন। এর আগে ফেব্রুয়ারি মাসে শুভমন গিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এবার শ্রেয়সের ভাগ্যে এল এই পুরস্কার। 

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শ্রেয়স বলেন, 'আইসিসির বিচারে মার্চের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি সত্যিই গর্বিত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মাসে এই পুরস্কার পাওয়াটা বিশেষ অনুভূতির। এই ট্রফি জয়ের স্মৃতি আজীবন মনে থাকবে। বড় মঞ্চে ভারতের জয়ে অবদান রাখার স্বপ্ন তো সকল ক্রিকেটারই দেখেন।' 

শ্রেয়স আরও বলেন, '‌আমার ওপর ভরসা দেখানোর জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফদের কাছে আমি কৃতজ্ঞ। হৃদয়ের অন্তরস্থল থেকে আমি সমর্থকদের কাছেও কৃতজ্ঞ। আপনাদের উদ্যম এবং সমর্থন আমাদের সবসময় উদ্দীপিত করে।' শ্রেয়স মার্চ মাসে ৫৭.৩৩ গড় ও ৭৭.৪৭ স্ট্রাইক রেটে মোট ১৭২ রান করেছেন। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৯৮ বলে ৭৯ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তিনি ৬২ বলে ৪৫ রান করেন। আর ফাইনালে কিউয়িদের বিরুদ্ধে ৬২ বলে ৪৮ রানের ইনিংস খেলেছিলেন ৩০ বছর বয়সি ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। এই ধারাবাহিকতাই তাঁকে মাস সেরার পুরস্কার এনে দিল।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন