সমকালীন প্রতিবেদন : ১২ বছর পর একদিনের ক্রিকেটে কোনও আইসিসি প্রতিযোগিতা জিতেছে ভারত। আর দলের ১৫ জন ক্রিকেটারের কাছে উঠে এসেছে মোট ৩২ টি আইসিসি ট্রফি। হ্যাঁ কেউ প্রথমবার কোনও আইসিসি প্রতিযোগিতা জিতেছেন। আবার কারও কাছে রয়েছে পাঁচ পাঁচটি আইসিসি ট্রফি। আর এই বেশি ট্রফি জেতার দখলে প্রথমেই নাম রয়েছে বিরাট কোহলির।
বলা ভালো, কোহলিই একমাত্র ক্রিকেটার যাঁর সাদা বলের সব ক’টা আইসিসি ট্রফি রয়েছে। একটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, একটা একদিনের বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে তাঁর। আইসিসি ট্রফি জেতার ক্ষেত্রে বিরাটের পরেই রয়েছেন রোহিত শর্মা। তবে শুধু রোহিত নন, জাডেজাও সমান সমান ট্রফি নিয়ে রয়েছেন রোহিতের পাশে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে রোহিতের। এখনও একদিনের বিশ্বকাপ জিততে পারেননি তিনি। আর জাডেজার কাছেও চারটি ট্রফির একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতের মতো জাডেজার হাতেও নেই একদিনের বিশ্বকাপ।
তবে ৩ টি ট্রফি নিয়ে অর্শদীপ এর পজিশনে তিনি সিঙ্গেল। খুব অল্প সময়েই তিনটি আইসিসি ট্রফি জিতেছেন অর্শদীপ। একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও ২ টি ট্রফি জেতা ক্রিকেটারের তালিকা লম্বা। সেই তালিকায় যেমন রয়েছেন হার্দিক পান্ডিয়া, তেমনি রয়েছেন শুভমন গিল থেকে শুরু করে অক্ষর পাটেল, কুলদীপ যাদব, ঋষভ পন্থরা।
একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিল। অলরাউন্ডার অক্ষর পটেল জিতেছেন একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি। অক্ষরের মতো হার্দিকও কেরিয়ারে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। একই ছবি কুলদীপের ক্ষেত্রেও। তিনিও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।
বলাই বাহুল্য, ঋষভও সেই দলেই। অক্ষর, হার্দিক ও কুলদীপের পাশাপাশি পন্থও কেরিয়ারে একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন এখনও পর্যন্ত। আর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর যে লোকেশ রাহুল ও বরুণ চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রোহিত, তাঁদের দখলে রয়েছে একটি করে ট্রফি।
কারণ, ভারতের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেললেও এই প্রথম কোনও আইসিসি ট্রফি জিতেছেন রাহুল। অন্যদিকে, ভারতীয় দলে অল্প সময়ের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন বরুণ। প্রথম আইসিসি ট্রফির স্বাদ পেয়েছেন তিনি। তবে এই একটি ট্রফি জেতার তালিকাও বেশ বড়। ভুলে গেলে চলবে না, চ্যাম্পিয়ন্স ট্রফিই শ্রেয়সের কেরিয়ারের প্রথম আইসিসি ট্রফি।
তালিকায় রয়েছেন শামিও। ভারতের হয়ে তিনটি একদিনের বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিই তাঁর প্রথম আইসিসি ট্রফি। অন্যদিকে, তরুণ পেসার হর্ষিত রানাও অল্প সময়ের মধ্যেই ভারতের হয়ে একটি আইসিসি ট্রফি জিতেছেন। বরুণ, হর্ষিতের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিই ওয়াশিংটন সুন্দরের কেরিয়ারের প্রথম আইসিসি ট্রফি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন