Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

১৪৩২ ‌সাল কোন রাশির ক্ষেত্রে কেমন যাবে?‌

 ‌  

How-will-the-year-1432-go?

সমকালীন প্রতিবেদন : বাংলা নতুন বছরে কোন রাশির বিদেশ যাত্রা? পদে পদে বিপদই বা কোন রাশির জাতক জাতিকার? ব্যবসায় লাভ? নাকি শারীরিক অসুস্থতা? কোন রাশির ভাগ্যে টাকাই টাকা? লটারি কাটবেন কারা? ১২ রাশির কেমন কাটবে ১৪৩২? বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। বাংলা নতুন বছর ১৪৩২ কেমন কাটবে জানতে উৎসুক সকলে। কোন রাশির ভাগ্য কেমন এ বছরে? 

মেষ : শরীর স্বাস্থ্য ভালো যাবে। পরিবারের সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। যশ, সম্মান, প্রতিপত্তি ও আর্থিক পরিস্থিতি অনেক উন্নতমানের হবে। আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যে বা মিউচুয়াল ফাণ্ডে সঞ্চয়ে অতিরিক্ত মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। উত্তরোত্তর ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। উচ্চ শিক্ষার লক্ষ্যে এগোতে অসুবিধা হবে না। যুবতীদের বৈদেশিক শিক্ষা, ট্যুর, বিদেশ যাত্রা বা ফরেন ট্রেড নিয়ে চিন্তাভাবনা করলে সফলতা লাভ হবে। সন্তানদের সময় ভালো থাকায় বিদ্যা এবং নতুন কাজে দূরে যোগদানের সম্ভাবনা আছে। টেনশন কম করুন।

মিথুন রাশি : নববর্ষের আগে থেকেই শরীর স্বাস্থ্য ভালো যাবে। বিভিন্ন কাজে উৎসাহ বাড়বে। বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি। আর্থিক পরিসরের ক্ষেত্রে উন্নতি করতে বেশ বেগ পেতে হবে। ব্যবসায় অস্বাভাবিক উন্নতি হবে। মনযোগ সহকারে পড়াশোনা করলে কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে অসুবিধা হবে না। ভ্রমণের সময় পরিবর্তন করলে আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। পরিবারের এবং সমাজের সাথে আপনার পরিচিতি একটু বেশীমাত্রায় আসবে। নারীরা অনেক অর্থ উপার্জন করবেন।

বৃষ রাশি : বছরের শুরু থেকেই শরীর স্বাস্থ্য ভাল থাকবে। পৈতৃক সম্পত্তি, লটারীতে অর্থপ্রাপ্তি, বকেয়া পাওনা অর্থ সহ অর্থনৈতিক উন্নতি হবে। মে মাস থেকে ব্যবসায় জনসংযোগ, ব্যবসার প্রসার বৃদ্ধি ও ভবিষ্যতে মুনাফা লাভের পরিকল্পনা বাস্তবায়িত হবে। কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় জুলাই মাস থেকে উৎকৃষ্ট সময়। সরকারী কর্মে আগ্রহী ব্যক্তিদের নতুন কর্মলাভের সম্ভাবনা উজ্জ্বল। ভ্রমণে অতিরিক্ত সতর্ক থাকলে ক্ষতির সম্ভাবনা কম হবে। পরিবার ও সমাজের ক্ষেত্রে আপনার কোনো পরিচিত স্বজ্জন উন্নতিতে বাধাদানের চেষ্টা করবে। 

সিংহ রাশি : স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হলে বেশীর ভাগ সময় দুশ্চিন্তা ও কঠিন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এই বছরে। আর্থিক উন্নতি ও ধন সম্পত্তি বৃদ্ধির বিষয়ে নববর্ষ থেকে সারা বছর ভালো সময় বজায় থাকবে। কর্মস্থানে পদোন্নতি ও নতুন কাজে যোগদানের সম্ভাবনা। পরিবারের সিনিয়র সদস্যের স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসকের পরামর্শ জরুরী। এপ্রিল-মে মাসের পর থেকে কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে। যারা কাজে নিযুক্ত, তাদের এপ্রিল-মে মাসে পদোন্নতি, বদলী এবং আর্থিক অনুদান বৃদ্ধি পাবে। বছরের প্রথম দু’মাসের পর থেকে অনেক জায়গায় ভ্রমণের সুযোগ বাস্তবায়িত হবে। পরিবারের সিনিয়র সদস্যের সঙ্গে তর্ক বিতর্ক না করে মানিয়ে চললে লাভবান হবেন। চলার পথে আঘাত লাগার সম্ভাবনা আছে। সন্তানের গতিবিধি নজরে রাখতে হবে, নাহলে দুশ্চিন্তার কারণ হতে পারে। মহিলাদের সময় শুভ থাকায় শিক্ষা, কর্ম ও ব্যবসায়ে সফলতা আসবে।

কর্কট রাশি : উত্তম স্বাস্থ্য বজায় থাকবে। যে সব ব্যক্তি ব্যথা বেদনা, হজমের গোলমাল বা কোষ্ঠকাঠিন্যে ভুগতেন, তারাও অনেকটা সুরাহা পাবেন। অর্থলাভের যোগ পরিলক্ষিত। ব্যবসায়ে মন্দাভাব কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় সফলতা বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি হবে। কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার উৎকৃষ্ট ফললাভের আশা। মহিলাদের কর্ম এবং শিক্ষায় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। সমাজ এবং পারিবারিক বাতাবরণ বেশী শুভ না থাকায় এই বিষয়ে সচেতনতা প্রয়োজন। পরিবারের সিনিয়র সদস্যের সাথে পারিবারিক মতভেদ থাকবে। সন্তানের দুর্ব্যবহার থাকায় দুশ্চিন্তায় শরীর ও মন ভালো যাবে না। আশা করা যায় শ্রাবণ মাস থেকে সন্তানের ব্যবহার ক্রমশ ভালোর দিকে যাবে। যারা বিদেশ যেতে আগ্রহী, তাদের এই বছর অনুকূল সময় থাকায় চেষ্টা চালাতে পারেন।

কন্যা রাশি : বছরের শুরু থেকে সতর্কভাবে চলাফেরা করলে সারা বছরই সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এপ্রিল মাস সাবধানে থাকলে পরের মাস হতে ধনসম্পত্তি লাভ, আর্থিক উন্নতি ও মুনাফা লাভ হবে। যারা শিল্পী তাদের সময় অনুকূল থাকায় যশ, সম্মান, প্রতিপত্তি ও প্রচুর অর্থলাভের সুযোগ থাকবে। স্ত্রীর সহযোগিতায় আরও উন্নতির সম্ভাবনা। মহিলাদের পরিবার, কর্ম, শিক্ষা, সামাজিক বিস্তার ও ব্যবসায়ে অনেক বেশী সফলতা আসবে। ভেঙে না পড়ে কেরিয়ার ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিষ্ঠা সহকারে মনঃসংযোগ করুন, লাভবান হবেন। 

তুলা রাশি : এপ্রিল মাসে স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হলে হজমের গোলমাল হবে। মে মাস থেকে স্বাস্থ্য সচেতনতায় শরীর স্বাস্থ্য ভাল থাকবে। বিভিন্ন কাজে উদ্দীপনা আসবে। মে মাস থেকে আর্থিক উন্নতি এবং ধনসম্পত্তি লাভ হবে। দুশ্চিন্তা থেকে দূরে থাকলে সমস্ত কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন হবে। কাজ এবং ব্যবসায় প্রচুর পরিশ্রম করলে সফলতা আসবে। ব্যবসা বিস্তারলাভ করবে, বিশেষ করে খাদ্যসামগ্রী, ইলেকট্রনিক্স, বস্ত্র ইত্যাদিতে। কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও গভীর মনোযোগ ও সময় দিলে পরবর্ত্তী পর্যায়ে সফলতা লাভ হবে। ভ্রমণের পক্ষে এপ্রিল-মে মাস সুখদায়ক নয়। 

বৃশ্চিক রাশি : নববর্ষ থেকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বয়স্ক ব্যক্তিরা চেক্‌ আপে থাকবেন। ঔষধ ও খাদ্য টাইম মতো খাবেন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে। নতুন প্রজেক্টে যোগদানের সুযোগ লাভ। ধনসম্পত্তি ও আর্থিক বিষয়ে বেশী দুশ্চিন্তা না করে নিত্যকর্ম ও ব্যবসা সঠিক পর্যায়ে চালু রাখলে ২/৩ মাস পরে প্রচুর ধন ও অর্থলাভের সম্ভাবনা উজ্জ্বল। ব্যবসায়ে এবং কর্মক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতির সাথে সহযোগিতা করলে দু’মাস পরেই গোল্ডেন টাইম আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও ব্যবসাক্ষেত্রে মুনাফালাভের সম্ভাবনা বৃদ্ধি অবশ্যই পাবে। মহিলাদের সহযোগিতায় উন্নতির সম্ভাবনা বেশী। প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং নতুন কাজ বা কেরিয়ারের ক্ষেত্রে উৎকৃষ্ট সময় থাকায় অনায়াসে সফলতা অর্জন সম্ভব হবে।

ধনু রাশি : সারা বছর সুস্থ ও স্বাভাবিক স্বাস্থ্য বজায় থাকবে। সিনিয়র সদস্যরা ভাল থাকবেন। যারা হজমের গোলমাল এবং অন্য উপসর্গে ভুগছিলেন, তারা শুভ ফল পাবেন। সিনিয়র সদস্যদের শরীর বিঘ্নিত হলে নজরদারী করতে হবে। এ বছরের শুরুতে আর্থিক ও ধনসম্পত্তির পরিস্থিতি ততটা ভাল না থাকায় দুশ্চিন্তা না করে স্বাভাবিকভাবে অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকলে বছরের মাঝামাঝি সময় থেকে আর্থিক উন্নতি ও ধনসম্পত্তি লাভ হবে। কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে।

মকর রাশি : নিয়মমাফিক থাকলে নববর্ষ থেকেই স্বাস্থ্য ভাল থাকবে। শরীরে বাড়তি এনার্জি বজায় থাকবে। অনেক দেরী হলেও ক্রমশঃ আর্থিক উন্নতি লাভ হবে। সারাজীবন ধরে কর্মব্যস্ততা থাকবে, তবে সেই তুলনায় অর্থ উপার্জন হয় নি। ব্যবসাক্ষেত্রে পরিস্থিতি অনুকূল না থাকায় দু-একমাস পর থেকে ব্যবসায়ে উন্নতি হবে। কর্মক্ষেত্রে যশ, সম্মান, অর্থ ও প্রতিপত্তি লাভ হবে। কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কঠোর নিষ্ঠা সহকারে মননিবেশ করলে সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে। নতুন কর্মপ্রার্থীদের চাকরি লাভের সম্ভাবনা আছে। নারীদের ক্ষেত্রে সৌখিন দ্রব্যের ব্যবসা, বস্ত্র, ইলেকট্রনিক্স ও বিভিন্ন হস্তজাত শিল্পের সম্ভারের ব্যবসায় ও কর্মে সফলতা আসবে। ধনসম্পত্তি লাভ হবে জুলাই মাসের পর থেকে।

কুম্ভ রাশি : স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। সিনিয়র ব্যক্তিদের খুবই সজাগ থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। ধনসম্পত্তি ও অর্থ প্রচুর লাভ করবেন। আপনার কোন ব্যবসায়ে প্রচুর মুনাফা লাভ হবে। নতুন ব্যবসা বিস্তৃতি হবে। কর্মক্ষেত্রে নাম যশ থাকায় প্রমোশন পাবেন, বেতন বাড়বে। পুরোনো বন্ধুর সহযোগিতায় প্রচুর কাজকর্মের সংযোগ বৃদ্ধি। মহিলাদের সময় ভালো থাকায় সামাজিক ও রাজনৈতিক কাজ থেকে অনেক সুযোগ পাবেন। কেরিয়ার ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুশ্চিন্তা না করে মনের জোড়ে এবং শিক্ষায় মনোনিবেশ করে পরীক্ষায় সফলতা অর্জন সম্ভব। নতুন কাজে যোগদানেও অসুবিধা হবে না। লেখক শিল্পীদের যশ, সম্মান, অর্থলাভ হবে। পরিবার এবং সমাজে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। 

মীন রাশি : বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে যত্ন না নেওয়ার জন্য। শ্রাবণ মাসের পর শরীর স্বাস্থ্য চাঙ্গা থাকবে। ধনসম্পত্তি এবং আর্থিক অবস্থা প্রথম দু-তিনমাস খরচের সম্ভাবনা থাকবে। ক্রমেই পরিস্থিতি অনুকূলে আসবে। ব্যবসার ক্ষেত্রে সচেতনতা দরকার। ব্যবসায়ে নতুন প্রজেক্ট লঞ্চ করলে অতিরিক্ত মুনাফালাভ হবে। কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করার চান্স। নতুন কাজে যোগদানে সফলতা আসবে। যারা কর্মস্থানে অনেকদিন ধরে আছেন, তারা ডিপার্টমেণ্টাল পরীক্ষায় সফলতা লাভ করে প্রমোশন পাবেন। আর্থিক উন্নতি করবেন। পারিবারিক ও সামাজিক সম্পর্ক সুদৃঢ় হবে।‌


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন