সমকালীন প্রতিবেদন : হর্ষিত রানা এবং ব্যতিক্রমী সেলিব্রেশন। এ যেন সমার্থক। কলকাতা নাইট রাইডার্সেই ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা হর্ষিতের। গত মরসুমেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু দিল্লির ছেলে। কিন্তু দিল্লির ক্রিকেটারদের মেজাজটাই আলাদা হয়। যেমনটা আমরা কেরিয়ারের শুরুর দিকে বিরাটকে দেখেছি। বিরাটকে স্লেজিং করলে পার পেতেন না কেউই।
তরুণ হর্ষিত রানাকেও দেখা গিয়েছে স্পেশাল সেলিব্রেশনে। যা অবশ্য বিতর্কের জন্মও দিয়েছিল। জরিমানাও হয়েছিল তরুণ ক্রিকেটারের। ফের এমন কোনও সমস্যায় পড়বেন না তো হর্ষিত? প্রশ্ন উঠছে। গত মরসুমে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালকে ফিরিয়ে ফ্লাইং কিস দিয়েছিলেন হর্ষিত রানা।
এরপরই শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁর ম্যাচ ফিও কাটা হয়। যদিও হর্ষিত ফের এই সেলিব্রেশন করেছিলেন। পরবর্তীতে এটি মজা হয়ে দাঁড়ায়। ভারত অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা হর্ষিতকে দেখে ফ্লাইং কিস দিয়েছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআর কর্ণধার শাহরুখ খান সকলকে নিয়ে ফ্লাইং কিস সেলিব্রেশনও করেছিলেন।
এবার কি নতুন বিতর্কের জন্ম দেবে! ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ঘটনা। দুর্দান্ত শুরু করে লখনউ। অবশেষে এইডেন মার্কর্যামকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন হর্ষিত রানা। এরপরই নজরে পড়ে তাঁর সেলিব্রেশন। ইশারায় যেন বলছিলেন, গেট-আউট। হর্ষিতকে নিয়ে যেহেতু বারবার বিতর্ক হয়, সে কারণেই আশঙ্কা।
ব্যাটিং সহায়ক পিচে লখনউয়ের বিরুদ্ধে ২ উইকেট নেন হর্ষিত রানা। যদিও গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআরের মালিক শাহরুখ খান মাঠে হর্ষিতের সঙ্গে ওই কায়দাতেই উল্লাস করেছিলেন। এখন দেখার এবার হর্ষিতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না।
উল্লেখ্য, চলতি মরসুমে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি হেরেছে কেকেআর। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করে লখনউ। জবাবে একটা সময় মনে হচ্ছিল, কেকেআর জিতে যাবে। কিন্তু ৪ রানে হারতে হয় কলকাতাকে। এই হারের পর পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে রয়েছে কেকেআর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন