সমকালীন প্রতিবেদন : ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে দুর্দান্ত কামব্যাক করল কলকাতা নাইট রাইডার্স। এবারে ইডেন গার্ডেন্সে প্রথম জয়ের দেখা পেল কেকেআর। রাজস্থান ম্যাচে জেতার পর মুম্বইতে গিয়ে হেরেছিল নাইট, কলকাতায় ফিরে আবার জয়ের মুখ দেখল নাইটরা। একইসঙ্গে পয়েন্ট টেবিলেও বড় লাফ দিল নাইটরা। উন্নতি হল নেট রানরেটেও।
সব মিলিয়ে ইডেনের গত ম্যাচে যে হতাশা নিয়ে সকলকে স্টেডিয়াম ছাড়তে হয়েছিল, সেইসব হতাশা ধুয়ে মুছে সাফ হয়ে গেল বৃহস্পতিবারের সন্ধ্যায়। পার্পল ঝড়ে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং দম্ভ। এদিনের ম্যাচে টস জিতে প্যাট কামিন্স ব্যাট করতে পাঠিয়েছিলেন অজিঙ্কা রাহানেদের।
৩ ওভারের ভিতর ১৬ রানে দুই ওপেনারকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল নাইটরা। কুইন্টন ডি কক ও সুনীল নারিন হতাশ করে ফিরে যান। প্রাথমিক ধাক্কা সামলে রাহানের ৩৮, অঙ্গকৃষ রঘুবংশীর ৫০, ভেঙ্কটেশ আইয়ারের ৬০ এবং রিঙ্কু সিংয়ের ৩২ রানের ইনিংস উঠে আসে। জ্বলে ওঠেন নাইট ব্যাটাররা। নির্ধারিত ওভারের শেষে কলকাতা ৬ উইকেট হারিয়ে ২০০ রান তুলতে সমর্থ হয়।
কলকাতা রান তাড়া করতে নেমেই হায়দ্রাবাদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। কমলা শিবিরের ভয়ংকর টপ অর্ডার চূড়ান্ত ফ্লপ আবারও। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশানরা আসেন আর চলে যান! তিন ওভারের ভিতর ৯ রানে চলে যায় ৩ উইকেট, ওখানেই কলকাতা ম্যাচ বার করে নিয়েছিল।
এরপর নীতীশ কুমার রেড্ডি, কামিন্ডু মেন্ডিস ও হেনরিখ ক্লাসেন মিডল অর্ডারে রান সরবরাহের চেষ্টা করেছিলেন। তবে ২০০ রান তাড়া করার মতো রসদ আর দলের কাছে ছিল না। শেষ পর্যন্ত হায়দ্রাবাদ ১৬.৩ ওভারে ১২০ রান তুলতে সমর্থ হয়। ৮০ রানে জিতে যায় কেকেআর।
এবার নজর রাখা যাক এই ম্যাচের পর আইপিএলের পয়েন্ট টেবিল ঠিক কি দাঁড়াল? প্রথম স্থানে রয়েছে পঞ্জাব কিংস, দুটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই জিতেছে পঞ্জাব কিংস শিবির। তাঁদের ২ ম্যাচে পয়েন্ট চার, নেট রানরেট ১.৪৮৫। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস, ২ ম্যাচে চার পয়েন্ট রয়েছে তাঁদের। দিল্লির নেট রানরেট ১.৩২০।
তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির রয়েছে ৩ ম্যাচে ৪ পয়েন্টে। বিরাট কোহলির দলের নেট রানরেট ১.১৪৯। চতুর্থ স্থানে রয়েছে শুভমন গিলের দল। গুজরাট টাইটান্সের দখলে ৩ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। তাঁদের নেট রানরেট ০.৮০৭। পাঁচে উঠে এল কেকেআর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন