সমকালীন প্রতিবেদন : তৈরি হয়েছে পিশাচ যোগ! পাঁচ রাশির জীবনে একের পর এক বিপদ। চণ্ডাল এবং কালসর্প যোগের চেয়েও বেশি ভয়ঙ্কর। কোন কোন রাশির জীবন ওলটপালট হয়ে যেতে পারে? কিভাবে হয়ে উঠবে জীবন দুর্বিষহ? পিশাচ যোগ কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ধ্বংসাত্মক যোগ। তাই এই সময় খুব সাবধানে থাকুন। তবে আগে থেকে জেনে নিন কি কি ঘনিয়ে আসতে চলেছে পাঁচ পাঁচটাটা রাশির জীবনে? সেই মতোই থাকুন সচেতন।
জ্যোতিষ অনুসারে দুই গ্রহ শনি ও রাহুর যুতিতে অত্যন্ত ক্ষতিকর পিশাচ যোগ গঠিত হয়। এই ধ্বংসাত্মক যোগে শনি জাতককে তার কাজের জন্য শাস্তি দেয় আর রাহু জাতকের মনে সংশয় বাড়ায়, তাকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। এবার জানা দরকার ঠিক কোন সময় তৈরি হচ্ছে পিশাচ যোগ? ঠিক কোন সময়টা আপনাকে সাবধানে থাকতে হবে? ২৯ মার্চ থেকে ১৮ মে। এর ফলে এই সময় ক্ষতির মুখে পড়বেন কোন কোন রাশির জাতকরা। প্রথমেই বলবো ঢাইয়া চলছে এরকম দুটো রাশির কথা।
সিংহ : সিংহ রাশির অষ্টম ঘরে পিশাচ যোগ। শনি এবং রাহুর সংযোগ সিংহ রাশির জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে এই সময়। এই সময় বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। চাকরি এবং ব্যবসায় শত্রুরা নিজেদের শক্তি বাড়িয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আরেকটা খুব ইম্পরট্যান্ট বিষয়, চাকরিতে অর্থ আর পদ উভয়ই হারাতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের তিক্ততা হতে পারে। সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন৷ মামার বাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা। কোনও বড় ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। কোনও বিষয়ে চট করে প্রতিক্রিয়া দেবেন না। খুব বুঝে শুনে কথা বলবেন, রিয়্যাক্ট করবেন। আর খারাপ বা বদভ্যাসগুলো কন্ট্রোল করুন এই সময়।
ধনু : সিংহর মতোই ধনু রাশিরও ঢাইয়া শুরু হয়েছে। ধনু রাশির দশম ঘরে যুতি গঠন করার কথা শনি ও রাহুর। এই সময় সব কাজই আপনাকে সতর্কভাবে করতে হবে। খুব বুঝে শুনে পা ফেলুন। পেশাগত জীবনেও সাবধান থাকুন, না হলে বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে তিক্ততা আসতে পারে। শত্রুরা আড়ালে থেকে ক্ষতির চেষ্টা করতে পারে। তাই সমঝে চলুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। আর রাহুর প্রভাবে মানসিক সংশয়ে ভুগতে পারেন।
কন্যা : কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে পিশাচ যোগ গঠিত হওয়ায় নানা সমস্যায় ভুগতে হবে। এই সময় স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন, নানা অসুখে ভুগতে পারেন। পার্টনারের সঙ্গে মতের অমিল বড় সমস্যা তৈরি করতে পারে। ধৈর্য্য ধরে সমস্যা সমাধানের চেষ্টা করুন। খাওয়া-দাওয়ার দিকে নজর রাখুন। ব্যবসায় প্রতারণার শিকার হতে পারেন। তাই খুব ভালোভাবে চোখ কান খোলা রাখুন।
মিথুন : পিশাচ যোগে মিথুন রাশির অশুভ সময় চলছে। মিথুন রাশির দশম ঘরে অবস্থান করছে শনি ও রাহু। চাকরিজীবী ও ব্যবসায়ীরা অতিরিক্ত কাজের চাপে নাজেহাল হয়ে পড়বেন এই সময়। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। না হলে বিবাদে জড়াতে পারেন। সমাজে আপনার দুর্নাম ছড়িয়ে পড়তে পারে। মনের ওপর চাপ বাড়বে। এই সময় হাড়ের ব্যথা এবং ত্বকের সংক্রমণ নিয়েও ভুগতে হতে পারে আপনাকে। সরকারি চাকুরেদের সতর্ক হয়ে কাজ করা জরুরি। অচেনা কাউকে দ্রুত বিশ্বাস করবেন না। সঠিক খাদ্যাভ্যাস ঠিক না রাখলে বড়সড় রোগে ভুগতে পারেন। খুব কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে।
মীন : পিশাচ যোগে নানা রকম ঝামেলায় জড়াতে পারেন মীন রাশির মানুষেরা। সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। সম্পর্কে চিড় ধরতে পারে। হাড়ের ব্যথা ও ত্বকের সমস্যায় ভুগতে পারেন। মানসিক চাপ বাড়বে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন