সমকালীন প্রতিবেদন : চাকরি হারিয়েছেন? ডোন্ট ওরি। চাকরি পাওয়া থেকে বসের সুনজরে থাকা, অফিসের আপনার ভাগ্য ফেরাবে এই টোটকা। আবার যদি বারবার চেষ্টা করেও চাকরি না পেয়ে থাকেন, তাহলেও জ্যোতিষ মেনে এই উপায়গুলো করেই দেখুন! কিভাবে কোন টোটকা করবেন? কি কি নিয়ম মানতে হবে? সেই সব থাকবে আজকের এই প্রতিবেদনে।
কোভিডের পর থেকে এমনিতেই চাকরির বাজারে মন্দা। অথচ একটা চাকরি মানুষের জীবন ঘুরিয়ে দেয়। একটা চাকরি, মানুষের স্বপ্ন থাকে। অনেকে হাজার চেষ্টা করেও চাকরি পান না। আবার অনেক সময় দেখা যায়, একজন ব্যক্তি সারা দিন মন দিয়ে কাজ করছেন, কিন্তু অন্য একজন বেশি পরিশ্রম না করেও বসের নেকনজরে পড়ে যান।
তাছাড়া সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে চাকরি হারানোর বিষয়টা তো রয়েইছে। এই অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে না পড়ে, বরং দেখুন কীভাবে সৌভাগ্যকে আপনার প্রতি সদয় করে তোলা যায়। জ্যোতিষশাস্ত্রে এই বিষয়ে কয়েকটি টোটকার কথা বলা হয়েছে। এমনকি সরকারি চাকরি পেতেও হবে না অসুবিধা। জাস্ট কয়েকটা নিয়ম মেনে চললে চাকরি সংক্রান্ত আপনার যাবতীয় সমস্যার সমাধান সম্ভব।
১) ধরুন বারবার চেষ্টা করেও যদি ইন্টারভিউতে সফল হতে না পারেন, তাহলে ইন্টারভিউর আগের দিন কোনও বজরংবলী মন্দিরে গিয়ে পাতিলেবু ও লবঙ্গ দান করুন। পাতিলেবুর গায়ে চারটি লবঙ্গ গুঁজে দিন। এরপর এই লেবু হাতে নিয়ে ১০৮ বার 'ওম শ্রী হনুমানতে নমহঃ' জপ করুন। মন্ত্র জপ হয়ে গেলে লেবুটি হনুমানের পায়ে ছুঁইয়ে বাড়ি নিয়ে আসুন। পরের দিন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে একটা লাল কাপড়ে মুড়ে এই লেবু আপনার সঙ্গে নিয়ে যান। দেখবেন চাকরি পেতে আর সমস্যা হবে না।
২) ইন্টারভিউ থাকলে বাড়ি থেকে বেরনোর সময় আগে ডান পা ফেলুন। সামনে কোনও গরু থাকলে, তাকে গুড়, ডাল বা ময়দা খাওয়ান। পার্সে উড়ন্ত বজরংবলীর ছবি রাখলেও শুভ ফল পাবেন।
৩) আর যদি সুষ্ঠুভাবে চাকরি বাঁচিয়ে রাখতে চান, বসের সঙ্গে সম্পর্ক তো ভালো হতেই হবে। সেক্ষেত্রে আপনার জন্মছকে সূর্যের অবস্থান ঠিক করে, আপনার সঙ্গে বসের সম্পর্ক ঠিক কেমন হবে। সূর্য শক্তিশালী থাকলে বস আপনার উপর প্রীত থাকবেন। আর কোষ্ঠীতে সূর্য দুর্বল হলে বসের সঙ্গে সমস্যা লেগেই থাকবে। এর প্রতিকারের জন্য রোজ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। স্নান সেরে সূর্যকে জলের অর্ঘ্য দিন। এরপর সূর্য পুরাণ বা সূর্য চলিশা পাঠ করুন। বসের সঙ্গে সমস্যা মিটে যাবে।
৪) অফিসে বস আপনার উপর অখুশি হলে বা আপনি চাকরিতে সাফল্য না পেলে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন। শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। ১০৮ বার 'ওম শনিশ্চরায় নমহঃ' জপ করুন।
৫) এবার বলব সেই উপায় এর কথা, ধরুন আপনি যদি শীঘ্রই কাঙ্খিত সরকারি চাকরি পেতে চান। সেক্ষেত্রে আপনার প্রতিদিন শিবের পুজো করা উচিত। ঈশ্বরের আশীর্বাদে, আপনার কাজের সমস্ত বাধা দূর হবে। এর জন্য প্রতি সোমবার শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। এছাড়াও মহাদেবকে কাঁচা দুধ ও গোটা চাল নিবেদন করুন। পাশাপাশি যেকোনো চতুর্থীতে আপনার বাড়িতে ডান দিকে শুঁড় থাকা গণেশের মূর্তি বা ছবি স্থাপন করুন, তারপর নিয়মিত পুজো করুন।
৬) এছাড়া আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে গরুকে আটা ও গুড় খাওয়ান। এটাও আপনাকে নিশ্চিতভাবে সাফল্য দেবে।
(উপরিউক্ত তথ্যগুলো মানতে ই সমকালীন বাধ্য করে না)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন