Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

‌নববর্ষের প্রথম দিন কি কি কর‌লে সারাটা বছর ভালো কাটবে‌?

First-day-of-New-Year

সমকালীন প্রতিবেদন : পয়লা বৈশাখ, বছরের প্রথম দিনটা কিভাবে কাটাবেন সেটা ছকে নেওয়া দরকার। জাস্ট কয়েকটা জিনিস মানলেই, সারাটা বছর কাটবে ভালো। নববর্ষের প্রথম দিন কি কি করবেন? কোন বিশেষ রীতি? নাকি সামান্য কিছু টোটকা? কয়েকটা কাজ বছরের প্রথম দিন করতেই হয়, কি কি? আজকের প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে বিশেষ কয়েকটা টিপস। 

পুরনো বছরকে বিদায় জানিয়ে, বাংলা নববর্ষ শুরুর অপেক্ষা। ১৪৩২ ভালো কাটুক। নতুন বছর সুখের হোক, কে না চায় বলুন তো? কিন্তু একটা গোটা বছরকে ভালো করতে হলে শুরুটাও ভালো হওয়া দরকার। কি তাই তো? তাই নববর্ষ যেমন আনন্দের হবে, তেমনি নতুন বছরের প্রথম দিন কিছু কাজ যদি করা হয়, তাহলে সারা বছরটা খুব ভাল কাটে। সেক্ষেত্রে প্রথম যেটা করবেন– 

১) বছরের প্রথম দিনটা ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে খুব ভাল হয়। মানে ভোর ৪টে। মনে করা হয়, এই সময় দেবদেবীরা পৃথিবী দর্শন করতে আসেন। তাই এই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করাটা খুবই শুভ। কিন্তু যদি ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হয়, তা হলে? সেক্ষেত্রে অন্তত ভোরবেলা ঘুম থেকে উঠেপড়ার চেষ্টা করুন। আর এই দিনে অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন।

২) ঈশ্বর যেন আমাদের উপর সারা বছর কৃপা বর্ষণ করেন, সারা বছর যেন আমাদের ভালো কাটে। তাই এদিন ঘুম থেকে উঠে ইষ্টদেবতার কাছে প্রার্থনা অবশ্যই করবেন।

৩) ঈশ্বরের কাছে প্রার্থনা করার পরেই করবেন যে ইম্পোর্টেন্ট কাজটা সেটা হলো, নিজের দু’হাত জোড়া করে হাতের তালুর দিকে তাকাবেন। আসলে মনে করা হয়, হাতের তালুতে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীদেবী এবং মা সরস্বতীর বাস। তাই এই দিন হাতের তালুর দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছা জানান।

৪) আর একটা জিনিস ভুলেও এদিন মিস করবেন না। সকাল সকাল স্নান সেরে বাড়ির নিত্যপুজো করবেন। এমনকি সম্ভব হলে এই দিন কোনও মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসতে পারেন।

৫) বছরের শুরুর দিনটায় আর একটা বিশেষ জিনিস আপনাদের করতে হবে। এই দিন বাড়িঘর একেবারে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে। ঘর অবশ্যই সাজানো থাকতে হবে।

৬) এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করতে পারেন।

৭) লাস্ট বাট নট দ্যা লিস্ট, এই দিন বাড়িতে আসা অতিথিকে অবশ্যই মিষ্টিমুখ করাবেন।

তবে, না বছরের প্রথম দিন কাটানোর নির্দিষ্ট কোনও নিয়ম নেই। শুধু বাড়ির প্রত্যেক সদস্য, ছোট থেকে বড় একত্রে মিলেমিশে আনন্দের সঙ্গে সারা দিন কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন