Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ভোররাতে বনগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৯টি দোকান

 

Fire-at-Bangaon

সমকালীন প্রতিবেদন : ভোররাতে বনগাঁর জনবহুল বাজার এলাকায় ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেল ৯টি দোকান। দমকলের তিনটি ইঞ্জিন এবং পুরসভার জলের গাড়ি লাগাতার চেষ্টা করে বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। 


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত শেষে রবিবার ভোর তিনটে নাগাদ বনগাঁর থানার বাটা মোড় এলাকায় টাউন কালীবাড়ির কাছে যশোর রোডের ধারের অস্থায়ী দোকানগুলিতে এই আগুন লাগে। সেখানে ব্যাগ, শাঁখা, কসমেটিক্স, জুতো ইত্যাদির দোকান ছিল।


রবিবার ভোট তিনটে নাগাদ প্রথম এই আগুন নজরে আসে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই দমকল, পুরসভা এবং থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে বনগাঁর দমকল বাহিনী।


দমকাল বাহিনী আগুন নেভানোর কাজে নেমে পড়েন। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় পুরসভার দুটি জলের গাড়িও। আগুন এতটাই ভয়াবহ ছিল যে, গোবরডাঙ্গা থেকেও দমকলের একটি ইঞ্জিনকে ঘটনাস্থলে আনা হয়। 


এদিন সকাল ছয়টা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় ৯টি দোকান।  ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া, বনগাঁ থানার আইসি সহ অন্যান্যরা।  


পুরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকবে পুরসভা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই সম্ভবত এই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন প্রশাসনিক কর্তারা। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদাররা স্বাভাবিকভাবেই এই ঘটনায় অসহায় হয়ে পড়েছেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন