সমকালীন প্রতিবেদন : পড়ুয়াদের উপস্থিতি নিশ্চিত করতে বনগাঁর ছয়ঘরিয়া রাখালদাস হাইস্কুলে চালু করা হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স। শুক্রবার নতুন এই পদ্ধতির উদ্বোধন করলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, প্রাক্তন ক্রীড়া শিক্ষক সুকুমার দাস, জেলা পরিষদ সদস্য শুভজিৎ দাস।
স্কুলের প্রধান শিক্ষক মনোজ সাহা বলেন, স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের অনেকের অভিযোগ, তাদের বাড়ির ছেলেরা অনেক সময়েই স্কুলে আসার নাম করে বাড়ি থেকে বের হলেও স্কুলে উপস্থিত হচ্ছে না। এই নিয়ে চিন্তিত অভিভাবকেরা।
এই বিষয়টির সমাধান হিসেবে স্কুলের উদ্যোগে চালু করা হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স। নতুন নিয়মে একজন ছাত্র স্কুলে ঢোকার সময় স্কুলের পরিচয়পত্র একটি যন্ত্রের সামনে ধরার সঙ্গে সঙ্গে সেই ছাত্রের অভিভাবকের কাছে বার্তা পৌঁছে যাবে যে, তাদের ছেলে সেই মুহূর্তে স্কুলে প্রবেশ করেছে। একইভাবে ছুটির সময়ও ওই পরিচয়পত্র ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে অভিভাবকেরা জানতে পারবেন যে, তাদের ছেলে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে।
স্কুল কর্তৃপক্ষের আশা, নতুন এই ব্যবস্থার ফলে স্কুলে আসা এবং ছুটির পরে বাড়ির বদলে অন্যত্র যাওয়ার প্রবনতা কমবে। এদিন জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় স্কুল চত্ত্বরে পড়ুয়াদের জন্য নির্মিত নতুন শৌচাগারেরও উদ্বোধন হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন