Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জঙ্গি হামলার নিন্দা করতেই খুনের হুমকি গৌতম গম্ভীরকে

 

Death-threat-to-Gambhir

সমকালীন প্রতিবেদন : ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর বরাবর সোজা কথা স্পষ্ট করে বলেন। যার ফলে তিনি অনেকের অপছন্দেরও। গৌতি অবশ্য নিজের এই স্বভাব বদলাননি। মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা লিখেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। তিনি এবার পেয়েছেন খুনের হুমকি। 

এক বার নয়, মোট ২ বার বিরাট-রোহিতদের কোচকে ইমেইলে খুনের হুমকি দেওয়া হয়েছে। ৩টি শব্দের ছোট্ট একটি মেসেজ পাঠানো হয়েছে গম্ভীরকে। কী লেখা হয় তাতে? বুধবার ‘আইসিস কাশ্মীর’ নামের এক সংগঠন গম্ভীরকে ‘আইকিলইউ’, যার অর্থ 'আমি তোমাকে মেরে ফেলব' লিখে দুটি ইমেইল পাঠিয়েছে। 

প্রথম ইমেইলটি আসে দুপুরে আর দ্বিতীয়টি বিকেলে, যা পাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছেন ভারতীয় টিমের হেড কোচ। রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই সঙ্গে দিল্লির ডিসিপিকেও বিষয়টি জানিয়েছেন। একইসঙ্গে তিনি তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখার কথা জানিয়েছেন পুলিশকে। 

এই প্রথমবার নয়, এর আগে ২০২১ সালে খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সাংসদ ছিলেন। তখনও তিনি থানায় অভিযোগ জানিয়েছিলেন। মঙ্গলবার পহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গিদের গুলিতে দুই বিদেশি নাগরিক-সহ ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

২০১৯ সালের পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর এটি সবচেয়ে খারাপ ঘটনাগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। এই ঘটনার পরই কড়া ভাষায় নিন্দা করেন গম্ভীর। পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈইবার একটি গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। গম্ভীর বার্তায় লিখেছিলেন, 'মৃতদের পরিবারের জন্য প্রার্থনা জানাই। এর জন্য দায়ীদের মূল্য দিতে হবে। ভারত আঘাত হানবে।'

গম্ভীর ছাড়াও আরও অনেক ক্রিকেটার পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। এঁদের মধ্যে রয়েছেন শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটাররা। তেন্ডুলকার লিখেছিলেন, 'ভুক্তভোগী পরিবারগুলি অবশ্যই অকল্পনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে ভারত এবং বিশ্বের মানুষ তাদের সঙ্গে আছেন। 

এই হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং ন্যায়বিচারের জন্য প্রার্থনা করি।' বিরাট কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, 'শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা। এই কাপুরুষোচিত হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের জন্য আমি প্রার্থনা করি যে, তাঁরা এই ক্ষতি সহ্য করার শক্তি পাক।'



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন