সমকালীন প্রতিবেদন : বনগাঁ শহরে ফের পথ দুর্ঘটনার শিকার এক মহিলা পথচারি। পথ নিরাপত্তা নিয়ে প্রশাসনের এতো উদ্যোগেও পরেও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বছর ৬২ র এক বৃদ্ধার। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে বনগাঁ থানার মতিগঞ্জ ঘড়ির মোড় এলাকায়। মৃতার নাম পুষ্প পান্ডে। বাড়ি বনগাঁর মতিগঞ্জ এলাকায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ব্যাঙ্ক থেকে টাকা তুলে দুধের প্যাকেট কিনে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। ঘরি মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় পেট্রাপোলের দিক থেকে রায় ব্রিজের দিকে একটি খালি ট্রাক যাচ্ছিল। গাড়িতে অবশ্য কোনও খালাসি ছিল না।
ট্রাকটি সামনের দিকে এগিয়ে হঠাৎ করেই কয়েকপা পেছন দিকে চলে যায়। আর ঠিক তখনই ওই বৃদ্ধাকে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। স্থানীয়রাই এরপর ঘাতক ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে ট্রাকটি থানায় নিয়ে যায়।
এই দুর্ঘটনার পর ফের একবার বনগাঁ শহরে দিনের বেলায় ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি তুলেছেন শহরবাসী। স্থানীয়দের অভিযোগ, সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বনগাঁ শহরে ট্রাক চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি থাকলেও সেই নিয়মকে বুড়ো আঙুল দেখায়ে শহরে ২৪ ঘণ্টা ট্রাক চলাচল করে। এই ঘটনায় বিরক্ত এবং ক্ষুব্ধ সাধারণ মানুষ।
এই বিষয় নিয়ে বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ জানিয়েছেন, বনগাঁ শহরে ট্রাক চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু সেটা না মেনে ট্রাক চলাচল করছে শহরের মধ্যে দিয়ে। দিনে দুপুরে রাস্তার ধারে ট্রাক পার্কিং থাকে। যার ফলে যানজটের সৃষ্টি হয়। পুলিশকে আরও সচেতন হওয়ার কথা জানিয়েছেন গোপাল শেঠ।
অন্যদিকে, এই প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডলের অভিযোগ, তৃণমূল সরকারের কারণে বনগাঁ শহরের ট্রাক মালিকদের অবস্থা শোচনীয়। তাই এখানে সব সময় ট্রাক চালান হয় চালক, না হয় খালাসি। একাধিকবার জানানোর পরও কোন সুরাহা হয়নি এর। ফলে দুর্ঘটনা ঘটেই চলেছে। তিনি আরও বলেন, এই ঘড়ির মোড় এলাকায় ২৪ ঘণ্টা পুলিশ থাকে। কিন্তু অনেক সময়েই তারা বসে থেকে ফোনে দেখায় ব্যস্ত থাকেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন