Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট

 

Cricket-is-returning-to-Olympics

সমকালীন প্রতিবেদন : ২০২৮ সালে আয়োজিত হবে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। আমেরিকায় বসবে 'গ্রেটেস্ট শো অন আর্থ'। মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টে থাকবে ৩১টি খেলা এবং ৩৫১টি পদক ইভেন্ট। এবারের অলিম্পিক্সে ফ্ল্যাগ ফুটবল, বেসবল, ল্যাক্রোস এবং স্কোয়াশের মতো নতুন খেলা যুক্ত হচ্ছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ক্রিকেট। 

কারণ, ১০০ বছরেরও বেশি সময় পরে ক্রিকেটের প্রত্যাবর্তন অলিম্পিক্সে। শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ১৯০০ সালের অলিম্পিক গেমসে। ফ্রান্সকে সেবার হারিয়েছিল গ্রেট ব্রিটেন। এই দুই দলই সেবার অংশ নিয়েছিল। দেখতে গেলে ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরল ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওরফে আইওসি বুধবার জানিয়ে দিয়েছে যে, লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে থাকছে ক্রিকেট।

জানা গিয়েছে, ২০২৮-এর অলিম্পিক গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলা হবে। পুরুষ এবং মহিলা উভয় দলই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি টুর্নামেন্টেই মোট ছ'টি করে দল অংশ নেবে। প্রতিটি দলে ১৫ জন খেলোয়াড় থাকবে, অর্থাৎ মোট ৯০ জন ক্রিকেটার অলিম্পিক্স ক্রিকেটে অংশ নেবেন। 

যেহেতু আমেরিকা আয়োজক, সেহেতু তারা ডোনাল্ড ট্রাম্পের দেশ সরাসরি কোয়ালিফাই করবে। অন্যান্য শীর্ষ ক্রিকেটীয় দেশগুলিও যোগ্যতা অর্জন করবে বলেই আশা করা যায়। তবে এখনও কোন নিয়মে কোয়ালিফিকেশন হবে, তা নির্ধারিত হয়নি। আইসিসিই চেয়েছিল ছ'দলীয় অলিম্পিক্স ক্রিকেট। যাতে 'কস্ট এফিসিয়েন্ট' অলিম্পিক্স হয়। 

জয় শাহ আইসিসি-র অলিম্পিক্স ওয়ার্কিং কমিটিতে ঢোকা থেকেই চেয়েছিলেন যে, ক্রিকেট ফিরুক। সম্প্রতি কমনওয়েলথ গেমসে ফের শুরু হয়েছে মেয়েদের ক্রিকেট। তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অবদান উল্লেখযোগ্য। এবার তার জেরেই অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন হল, তা বলাই যায়। 

এদিকে, দেশকে গতবছর টি-২০ বিশ্বকাপ জিতিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা একযোগে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের তিন মহারথী বলেছিলেন যে, তাঁরা আর দেশের জার্সিতে টি-২০ খেলবেন না। তবে কিছুদিন আগে বিরাট বলেছেন যে, যদি ভারত ২০২৮ অলিম্পিক্সের ফাইনালে ওঠে, তাহলে তিনি অবসর ভেঙে ওই বিশেষ ম্যাচ খেলতে নামবেন। কিন্তু শেষমেষ কী হবে, তার উত্তর দেবে সময়। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন