সমকালীন প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে সোস্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করায় চাকরি হারানো এক শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। বুধবার বাগদা থানায় এই অভিযোগ দায়ের করেন বাগদার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মন্ডল।
সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই মহা সঙ্কটে পড়েছেন ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পাওয়া প্রায় ২৭ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। ওই সালের গোটা নিয়োগ তালিকাই বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যদিও শিক্ষা দপ্তরের আবেদনের ভিত্তিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক–শিক্ষিকাদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিকে চাকরি হারিয়ে একপ্রকার দিশেহারা চাকরিহারারা। সেবাদ মাধ্যমের পাশাপাশি সোস্যাল মিডিয়াতেও নিন্দা, সমালোচনার ঝড় উঠেছে। তবে এই নিন্দা করতে গিয়ে একটু বেশিই মাত্রা ছাড়িয়েছেন বলে অভিযোগ উঠলো বাগদার কুড়ুলিয়া হাইস্কুলের চাকরিহারা শিক্ষিকা মৃদুলা সরকার এর বিরুদ্ধে।
বাগদার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মন্ডলের অভিযোগ, নিজের ফেসবুক পেজে শিক্ষিকা মৃদুলা সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, যা একেবারেই সমর্থন যোগ্য নয়। একজন শিক্ষিকা হিসেবে সোস্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে এই ধরনের ভাষা প্রয়োগ রুচিহীনতার পরিচয়।
বাগদার যুব তৃণমূলের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষিকার ফেসবুক পেজের স্ক্রিন শট নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইধরনের কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে বাগদার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মন্ডল শিক্ষিকা মৃদুলা সরকার এর বিরুদ্ধে বাগদা থানায় লিকিত অভিযোগ দায়ের করেছেন। যদিও ইতিমধ্যেই ওই শিক্ষিকা নিজের ফেসবুক পেজের প্রোফাইল লক করে দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন