Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বাগদায় দাবা খেলোয়াড়ের পরিচয় দিয়ে টাকা আদায়, ধৃত ১

 

Chess-player

সমকালীন প্রতিবেদন : ‌ন্যাশনাল দাবা খেলোয়াড়ের পরিচয় দিয়ে বাগদা বিডিও সহ একাধীক তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠল প্রকাশ রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, প্রকাশ রায় নামে অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি হাবরা থানার আক্রমপুর এলাকায়। বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার অভিযোগ করে বলেন, প্রকাশ রায় নামে এক ব্যক্তি বাগদাতে এসে নিজেকে ন্যাশনাল দাবা খেলোয়াড় হিসেবে পরিচয় দেয়। 

শুধু তাই নয়, একইসঙ্গে এই ব্যক্তি অভিষেক ব্যানার্জির মান উল্লেখ করে অভিষেক ব্যানার্জি তাকে পাঠিয়েছে বলে আর্থিক সাহায্য চায়। অভিষেক ব্যানার্জীর নাম শুনে অনেক তৃণমূল নেতাই তাকে আর্থিকভাবে সাহায্য করে। পরে খোঁজ নিয়ে জানা যায় যে, সমস্তটা মিথ্যা। 

শনিবার ওই ব্যক্তির নামে বাগদা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন বাগদার ব্লক উন্নয়ন আধিকারিক। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাকে নিজেদের হেফাজতে চেয়ে এদিন ধৃতকে বনগাঁ আদালতে পাঠায় বাগদা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বনগাঁ এবং বাগদার একাধিক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সহ ব্লক প্রশাসনের কর্তাদের কাছ থেকে ইতিমধ্যেই মোটা টাকা হাতিয়েছে ওই প্রতারক৷ নিজেদের হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন