সমকালীন প্রতিবেদন : বাংলা নতুন বছরে ৭ রাশির জীবনে টাকার পাহাড়? পদে পদে ফাঁড়া কোন ৫ রাশির জাতক জাতিকার? প্রতিটি রাশির উপরেই পড়বে কোনো না কোনো এফেক্ট। ১৪৩২ এ কোন রাশির জীবনে সফলতা? কাদের থাকতে হবে সতর্ক? আপনার রাশি কোন তালিকায়? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
১৪৩২ বাংলা নতুন বছরে চারটি ধীর গতির গ্রহই রাশি পরিবর্তন করবে। অর্থাৎ, শনি, বৃহস্পতি এবং রাহু-কেতু প্রত্যেকেই রাশি পরিবর্তন করে অন্য রাশিতে যাচ্ছে। এদের মধ্যে শনি অলরেডি রাশি পরিবর্তন করেছে। এর ফলে প্রতিটি রাশির উপরই কিছু না কিছু প্রভাব পড়বে।
প্রথমেই জানাবো মেষ রাশির কথা।
মেষ : বাংলার নতুন বছরে আয়ের ক্ষেত্রে সফলতা আসবে। দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল লাভ করবেন।
মিথুন : ১৪৩২ এ সন্তান, দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাবেন এই রাশির জাতক জাতিকারা।
বৃষ : কাজ, সন্তান এবং পারিবারিক ক্ষেত্রে বৃষ রাশির জীবনে শুভ পরিবর্তন আসবে এই বছরে।
সিংহ : সাফল্যের মুখ দেখবেন এই রাশির জাতক জাতিকারাও। দাম্পত্য, সন্তান এবং আয়ের ক্ষেত্রে ১৪৩২ এ সফলতার মুখ দেখতে পাবেন।
কর্কট : কর্কট রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। খরচ বাড়বে অহেতুক। পারিবারিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে।
কন্যা : কন্যা রাশির লোকেদের গৃহসুখ এবং কর্মক্ষেত্রে সুখ আসবে। কাজে সফলতাও আসবে।
ধনু : ধনু রাশির কর্মক্ষেত্রে দীর্ঘ দেড় বছর ধরে কেতু অবস্থান করার কারণে এত দিন কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন, তবে এরপর আর সমস্যা থাকবে না। বাংলা নতুন বছরে কেতুর রাশি পরিবর্তনের ফলে জীবনে শুভ পরিবর্তন আসবে। আয়ের ক্ষেত্রেও শুভ হবে।
তুলা : আয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার চান্স, আয়ের জন্য পরিশ্রম বাড়বে।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে বাধা সৃষ্টির আশঙ্কা। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে।
কুম্ভ : আয় বৃদ্ধি পাবে, সঙ্গে কর্মক্ষেত্রে পরিশ্রমও বাড়বে।
মকর : কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসলেও, খরচ বাড়বে।
মীন : কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। গৃহে সুখ শান্তি বজায় থাকবে, সঙ্গে অহেতুক খরচও বাড়বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন