Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বনগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, আহত ২০ যাত্রী

 ‌

Bus-accident

সমকালীন প্রতিবেদন : নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ল। সোমবার সাতসকালে এই দুর্ঘটনা ঘটে বনগাঁ থানার বাজিতলা এলাকায়। ঘটনায় জখম হয়েছে ২০ জন যাত্রী। আহত যাত্রীদের অনেককেই বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৬টা নাগাদ বাগদা থেকে বনগাঁগামী একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে সোজাসুজি ধাক্কা মারে। আর তাতেই জখম হন বাসের যাত্রীরা।

যাত্রীদের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয় বাসটিও। গাছের গায়ে প্রচন্ড জোরে ধাক্কা লাগায় বাসের সামনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত যাত্রীদের স্থানীয়রাই উদ্ধার করে বনগাঁ হাসপাতালে পাঠান। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পরে বাসটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সময় পাশেই মাঠে কাজ করছিলেন কৃষকেরা। হঠাৎই প্রচন্ড শব্দ শুনতে পান তাঁরা। ছুটে এসে দেখেন, একটি যাত্রীবোঝাই বাস গাছে ধাক্কা মেরেছে। আহত যাত্রীরা চিৎকার করছেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে নামেন। আহত যাত্রীদের ধারণা, বাসের চালকের সম্ভবত চোখে ঘুম এসে যাওয়া এই দুর্ঘটনা ঘটে।




     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন