Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মহারাজ সৌরভের বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কাকে দেখা যাবে?

 

Biopic-of-Sourav

সমকালীন প্রতিবেদন : বাঙালির গর্ব তিনি, নেতৃত্ব দিয়েছেন ভারতের ক্রিকেট দলকে। অনেক দিন ধরেই প্রশ্ন উঠছিল, কবে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক? কে অভিনয় করবেন? সেই সব জল্পনার অবসান ঘটিয়ে মহারাজ নিজেই জানিয়েছিলেন যে তাঁর ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। কিন্তু কে থাকবেন সৌরভ-ঘরনি ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায়? এই নিয়ে ফের শুরু হয়েছে খোঁজ। 

সূত্রের খবর অনুযায়ী, ডোনার ভূমিকায় তৃপ্তি দিমরিকে দেখা যাবে না। কেননা, তাঁর সঙ্গে কোনওভাবেই মেলে না ডোনার বাঙালিয়ানা। তবে গুঞ্জন, এই চরিত্রে উঠে আসছে দুটি নাম। ইশা সাহা এবং মিমি চক্রবর্তীর। ওদিকে, ছবির চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের পথে। জোরকদমে চলছে অভিনেতা নির্বাচন পর্ব। মহারাজের ভূমিকায় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং সৌরভের পছন্দ ও ভরসা রাজকুমার রাও৷ 

মহারাজের ছবির সঙ্গে মিলিয়ে একটি লুকও তৈরি হয়েছে রাজকুমারের। যদিও অনেকের দাবি সেটা এআই-এর সাহায্যে নির্মিত। প্রসঙ্গত, কলকাতার অনেক অভিনেতা, অভিনেত্রীই বর্তমানে টলিপাড়ার পাশাপাশি মুম্বইতে সমান তালে কাজ করছেন। সেই তালিকায় যেমন শাশ্বত চট্টোপধ্যায়, যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরিরা রয়েছেন, তেমনই স্বস্তিকা মুখোপাধ্যায়ও। 

এবার টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো শোনা গেল, সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে আসছে। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই। যদিও চূড়ান্তভাবে এখনও কিছু ঠিক হয়নি, তবে গুঞ্জনে সিলমোহর পড়ে কিনা, নজর থাকবে সেদিকে।

উল্লেখ্য, স্বনামধন্য নৃত্যশিল্পী তথা সৌরভপত্নীর চেহারায় আদ্যোপান্ত বাঙালিয়ানা। যার সঙ্গে তৃপ্তি দিমরির কোনও মিল নেই! আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে শহরে পদার্পণ মুকেশ ছাবড়ার। এদিকে, মিমি এবং ইশা- দু'জনেই বেশ দক্ষ অভিনেত্রী। 

ফলত মহারাজের বায়োপিকে যদি তাঁদের কোনও একজন নির্বাচিত হন ডোনার চরিত্রে, তাহলে যে মন্দ হবে না, হলফ করে বলা যায়। এবার অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে কবে সেই শুভ কাজ সারেন, নজর থাকবে সেদিকে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন