সমকালীন প্রতিবেদন : রবিবার সাতসকালে দলের এক কর্মীর হাতে গুলিবিদ্ধ হলেন বিজেপি আর এক কর্মী। গাইঘাটা থানার বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ বিজেপি কর্মীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগরের বাসিন্দা আশুতোষ বিশ্বাস এবং তপন বালা দুজনেই ফুল ব্যবসার সঙ্গে যুক্ত। সেই হিসেবেই তাদের পরিচয়। পাশাপাশি, দুজনেই এলাকায় দীর্ঘদিনের বিজেপি কর্মী হিসেবে পরিচিত। দুজনকেই বিজেপির বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে।
ফুল ব্যবসার সূত্রে ট্রেন ধরানোর জন্য রবিবার ভোরে স্ত্রীকে ঠাকুরনগর স্টেশনে পৌঁছে দিতে এসেছিলেন আশুতোষ। স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ঠাকুরনগরের বকুলতলা এলাকায় আসতেই আশুতোষকে লক্ষ্য করে গুলি চালায় তপন বালা। ভোরবেলায় আচমকা এমন ঘটনায় হকচকিয়ে যান আশুতোষ।
গুলির শব্দ শুনে ছুটে আসেন এলাকার মানুষ। এই সময় ভয়ে পালিয়ে যায় তপন। গুলি আশুতোষের বুকের বাঁদিকে লাগে। স্থানীয়রাই গাইঘাটা থানায় এই গুলি চালনার ঘটনার কথা জানায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আশুতোষকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
সেখানকার চিকিৎসকেরা জানান যে, আশুতোষের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন। এরপর তাঁকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় তপন বালাকে। এব্যাপারে বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা জানান, আশুতোষ এবং তপন দুজনেই ফুলের ব্যবসার সঙ্গে যুক্ত। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়ীক কারণেই এই গুলি চালনার ঘটনা ঘটেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এব্যাপারে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন