সমকালীন প্রতিবেদন : দেশি পাইপগান এবং গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সন্দেহভাজন যুবককে আটক করার পর তার দেহে তল্লাসী চালানোর পর তার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
শনিবার দিন গভীর রাতে উত্তর ২৪ পরগনার মছলন্দপুর ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে যে, সন্দেহভাজন এক যুবক মসলন্দপুর জনসভা স্কুলের পাশে ঘোরাঘুরি করছে। সেই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় ওই যুবকের গতিবিধির ওপর নজর রাখছিল।
পুলিশকে দেখে ওই যুবক পালাতে গেলে হোচট খেয়ে পড়ে যায়। আর সেই সুযোগে পুলিশ তাকে ধরে ফেলে। ধৃত যুবককে প্রথমে আটক করে তার দেহে তল্লাসী চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শর্টার দেশি পাইপ গান এবং দুই রাউন্ড গুলি।
ধৃত যুবককে এরপর গ্রেফতার করে মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ জানতে পেরেছে, বছর ২৬ বয়সের ধৃত যুবকের নাম আব্দুল রহিম মন্ডল। সে বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক থানায় অসামাজিক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।ধৃতকে রবিবার বারাসত আদালতে পেশ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন